বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা ও সরকারি সম্পত্তির ক্ষতিসহ কয়েকটি অভিযোগে দায়ের করা মামলায় গাজীপুর মহানগর মোটর শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন (লিটন) মহাজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোর ৪টার দিকে টঙ্গীর হিমারদিঘি এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মোটর শ্রমিক লীগ নেতা লিটন মহাজনের বিরুদ্ধে গাজীপুর মহানগরীর ৩টি থানা ও রাজধানীর পল্টন থানায় আলাদা চারটি মামলা রয়েছে।
গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেপ্তার লিটন মহাজনকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে ব্যাপকহারে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, সাংবাদিকসহ নানাজনকে ‘স্বৈরাচারের দোসর’ উল্লেখ করে আসামি করা হয়েছে।
মন্তব্য করুন