রাজশাহী ব্যুরো
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০৬:২২ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রিমিয়ার ব্যাংকের ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

প্রিমিয়ার ব্যাংকের লোগো। ছবি : সংগৃহীত
প্রিমিয়ার ব্যাংকের লোগো। ছবি : সংগৃহীত

ক্ষমতার অপব্যবহার করে জাল স্লিপের মাধ্যমে গ্রাহকদের সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের রাজশাহী শাখার আট কর্মকর্তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজশাহী মহানগর বিশেষ আদালতে চার্জশিট দাখিল করেন দুদকের আইনজীবী বজলে তৌহিদ আল হাসান বাবলা।

চার্জশিটভুক্তরা হলেন- রাজশাহী শাখার সাবেক সিনিয়র ক্যাশ অফিসার ও ক্যাশ ইনচার্জ এফএম শামসুল ইসলাম ওরফে ফয়সাল, ডেপুটি ম্যানেজার (বরখাস্তকৃত) মো. মাজেদুল ইসলাম, সাবেক অফিসার (ক্যাশ) মো. মাহবুবুল আলম, সাবেক অফিসার (ক্যাশ) মো. আতাউর রহমান, সাবেক এসএভিপি (বর্তমানে অবসরপ্রাপ্ত) শাহ মাসুদ জামাল, ট্রেইনি জুনিয়র অফিসার (ক্যাশ) রাকেশ কুমার দত্ত, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোসা. ফাহমিদা উম্মে নাজনীন এবং সাবেক ম্যানেজার ও জোনাল ম্যানেজার (বরখাস্তকৃত) মো. সেলিম রেজা খান।

জানা গেছে, অভিযুক্তরা পারস্পরিক যোগসাজশে প্রতারণা জালিয়াতির মাধ্যমে গত ২০১৭ সালের ২৭ মার্চ থেকে ২০২০ সালের ২৩ জানুয়ারি পর্যন্ত গ্রাহকদের টাকা প্রকৃতপক্ষে তাদের হিসাব নম্বরে টাকা জমা না করেই ভুয়া জমা স্লিপ দেন। গ্রাহকের টাকা জমা দেখিয়ে চেকে জাল স্বাক্ষরের মাধ্যমে আব্দুল্লাহ জুল বাদাইন নামে এক গ্রাহকের হিসাব থেকে ১৬টি চেকের মাধ্যমে ১ কোটি ১৫ লাখ ৯০ হাজার টাকা ও ফজিলা খাতুনের হিসাব থেকে ১৫টি চেক মূলে ১ কোটি ৪ লাখ ১৫ হাজার টাকাসহ ২ কোটি ২০ লাখ ৫ হাজার টাকা তুলে নেন। এছাড়া আরও ১ কোটি ২৪ লাখ ৯৫ হাজার টাকা বিভিন্ন সময় ভল্ট থেকে সরাসরি গ্রহণ করেন। বিভিন্ন কায়দায় তারা মোট ৩ কোটি ৫৮ লাখ ৯৮ হাজার টাকা হাতিয়ে নেন।

দুদকের আইনজীবী বজলে তৌহিদ আল হাসান বলেন, দুদক তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় আদালতে চার্জশিট দাখিল করেছে। আদালত চার্জশিট গ্রহণ করেছেন। এখন পরবর্তী আইনি কার্যক্রম চলবে।

তিনি বলেন, ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি শামসুল ইসলাম ওরফে ফয়সালসহ আটজনের নামে মামলা করে দুদক। এরপর তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. আমিনুল ইসলাম চার্জশিট দাখিল করেন।

উল্লেখ্য, এর আগে ২০২০ সালের জানুয়ারিতে ব্যাংকের ক্যাশ উজাড় করে প্রায় সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রিমিয়ার ব্যাংক রাজশাহী শাখার ক্যাশ ইনচার্জ শামসুল ইসলাম ফয়সালকে আটক করে পুলিশে দেয় ব্যাংক কর্তৃপক্ষ। তখন তিনি নিজের অপরাধ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির মৈত্রী হলের শিক্ষার্থীদের কক্ষে ‘বাঙ্ক বেড’ স্থাপন

ডিজেল-কেরোসিনের দাম কমলো

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকে জামিনে মুক্ত করলেন ছাত্রদল নেতা

সনাতন জাগরণ মঞ্চের ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার নিন্দা

সাফজয়ী দলের ৩ জনই সাতক্ষীরার, এলাকায় আনন্দ র‌্যালি

সাফ জেতায় সাবিনাদের ১ কোটি টাকার পুরস্কার

অক্টোবরে ২০০ নারী-কন্যাশিশু নির্যাতনের শিকার

চুয়াডাঙ্গায় বিএনপির দুইগ্রুপের সংঘর্ষ, নিহত ১

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর

অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে আর্থসামাজিক ও সংখ্যাতাত্ত্বিক জরিপের উদ্যোগ

১০

কেন নির্বাচন দ্রুত চান, ব্যাখ্যা দিলেন মির্জা ফখরুল

১১

নর্দান ইউনিভার্সিটিতে সন্ত্রাসী হামলা, আটক ২

১২

প্রাথমিকের তৃতীয় ধাপের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জন

১৩

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় গরু নিয়ে আনন্দ মিছিল

১৪

সাফজয়ীদের কত টাকা পুরস্কার দেবে বিসিবি?  

১৫

‘সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগকারীরা পতিত সরকারের প্রেতাত্মা’

১৬

নামাজরত উবার চালকের চোখে পেপার স্প্রে করলেন নারী

১৭

জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করতে হবে : হাসনাত-সারজিস

১৮

ঢাবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা কার্যক্রম

১৯

নিজেদের মানসিকতা ও স্কিল দুটোতেই ঘাটতি দেখছেন অধিনায়ক শান্ত

২০
X