হুমায়ুন কবির, সাভার
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০৫:৩৩ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে আবারও সেই ‘মুসা বাহিনীর’ হামলা, আহত ১০

আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ছবি : সংগৃহীত
আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ছবি : সংগৃহীত

ঢাকার সাভারের হেমায়েতপুরের ঝাউচর এলাকায় কুপিয়ে চারজনসহ অন্তত দশজনকে মারাত্মক জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীদের দাবি, হেমায়েতপুরের কুখ্যাত মুসা বাহিনী এ তাণ্ডব চালিয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- তেঁতুলঝোরা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, তার ভাই আশরাফুল ইসলাম মনির, ভাতিজা রিফাত ও শামীম আহমেদসহ আরও ছয়জন। তারা সবাই ঝাউচর এলাকার বাসিন্দা। সাভার মডেল থানায় করা অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবসায়িক বিরোধের জেরে স্থানীয় আওয়ামী লীগের সহযোগী মোশাররফ হোসেন মুসার ভাই শরিফ ও রাসেলের নেতৃত্বে প্রায় ৩০-৪০ জন ঝাউচর বাজারে রাম দা, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে ভুক্তভোগীদের ওপর হামলা করে। এতে ১০ জন আহত হন। তাদের সাভারের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। এরমধ্যে গুরুতর আহত মনিরকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুসা বাহিনী হিসেবে পরিচিত এ চক্রের হামলার বিবরণ দেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী তেঁতুলঝোরা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, আমার সঙ্গে ব্যবসা নিয়ে তাদের সঙ্গে বিরোধ চলছে কিছু দিন ধরে। গতকাল রাতে আমি বাজারে যাই, তখন মোশাররফ বাহিনীর প্রধান শরিফ ও রাসেলসহ অন্তত ৩০-৪০ জন দেশিয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলা করে। আমাকে বাঁচাতে এসে তাদের ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয় আমার ভাই ও ভাতিজা। আমার ভাই হাসপাতালে ভর্তি। আমরা এই মুসা বাহিনীর হাত থেকে পরিত্রাণ চাই। আমরা এখনও খুবই আতঙ্কে আছি।

কোপের আঘাতে আহত আলমগীরের ভাতিজা রিফাত বলেন, আমি বাজারে ছিলাম দেখি মুসা বাহিনীর শরিফ ও রাসেলের নেতৃত্বে ৩০-৪০ জন আমার কাকার ওপর হামলা করে। আমি এগিয়ে গেলে আমাকেও দুটি কোপ দেয়।

এদিকে মুসা বাহিনীর বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান। স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা আগে আওয়ামী লীগের সহযোগী থাকলেও বর্তমানে বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা মেহেদি হাসান অয়ন বলেন, আমরা মুসা বাহিনীর অত্যাচারে আতঙ্কিত হয়ে আছি। প্রশাসন তাদের থামাতে পারছে না। গতকালও বাজারে তারা কয়েক জনকে কোপায়। আহতরা না পালালে তাদের হয়তো মেরেই ফেলত।

স্থানীয় আরেক বাসিন্দা সোহেল রানা বলেন, সরকার পতনের পর থেকে কয়েক দিন পরপরই তারা বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে, হামলা করছে। গতকাল যেভাবে দল বেধে তারা হামলা করেছে তাতে এলাকার সবাই খুব আতঙ্কিত। প্রশাসন যদি নিরাপত্তা না দেয়, আমাদের এলাকায় মানুষের বাস করাই কষ্ট হয়ে যাবে।

এ ঘটনার বিষয়ে অভিযুক্তদের বক্তব্যের জন্য যোগাযোগ করা হলে তারা বক্তব্য দিতে রাজি হননি।

এ বিষয়ে পাওয়া অভিযোগের তদন্ত চলছে বলে জানায় সাভার মডেল পুলিশ। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ হামলার ঘটনায় এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে এলাকাটিতে। এলাকাবাসী প্রশাসনের তৎপরতার দাবি জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

বিদেশিদের ষড়যন্ত্র আমাদের রুখতে পারবে না : বাবুল

কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে খুবির এমওইউ স্বাক্ষর

নিখোঁজের ৬ দিন পর যুবকের মাটিচাপা লাশ উদ্ধার

ঢাবি ছাত্রশিবিরের সভাপতি ফরহাদ, সম্পাদক মহিউদ্দিন

সুশাসন নিশ্চিতে বিচারব্যবস্থার সংস্কার প্রয়োজন : এমরান চৌধুরী

কুড়িগ্রামে যুবলীগ নেতা হাসেম আলী গ্রেপ্তার

চট্টগ্রামের কাঠালবাগান পাহাড়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ

রাবিতে পোষ্য কোটা বাতিল, ১২ ঘণ্টা পর মুক্ত প্রশাসন

১০

‘সাত বিয়ে’র প্রসঙ্গে মুখ খুললেন সোহেল তাজ

১১

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

১২

যুবদল নেতা আক্তার বহিষ্কার

১৩

ছাত্র-জনতার অর্জিত বিপ্লব নস্যাতের ষড়যন্ত্র চলছে : জুয়েল

১৪

ব্যালন ডি’অর নিয়ে রোনালদোর মন্তব্যে রদ্রির ক্ষোভ

১৫

জকসু’র নীতিমালা অনুমোদন, শিগগিরই ঘোষণা হবে নির্বাচনী রোডম্যাপ : জবি উপাচার্য 

১৬

খুলনায় ছাত্রদের দুপক্ষের সংঘর্ষের অভিযোগ, আহত ১৫

১৭

শহীদ ওয়াসিমের নামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

১৮

ভিন্ন ভূমিকায় ফিরলেন ছোটন

১৯

অযোগ্যদের কারণে বিএমডিসি রেজিস্ট্রেশন বঞ্চিত ডেন্টাল টেকনোলোজিস্টরা : নুর

২০
X