জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

৪৪ মামলার আসামি ‘বোমা কুদ্দুস’ গ্রেপ্তার

গ্রেপ্তার কুদ্দুস ও তার প্রধান সহযোগী ফারুক। ছবি : কালবেলা
গ্রেপ্তার কুদ্দুস ও তার প্রধান সহযোগী ফারুক। ছবি : কালবেলা

শরীয়তপুররের জাজিরা উপজেলার বিলাসপুরের চাঞ্চল্যকর সজিব মুন্সি হত্যা মামলাসহ প্রায় অর্ধশতাধিক মামলার পলাতক আসামি ইউপি চেয়ারম্যান কুদ্দুস বেপারী ওরফে বোমা কুদ্দুস (৫৩) ও তার প্রধান সহযোগী ফারুককে (২৯) গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে জাজিরা থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার ওসি আল-আমিন।

এর আগে বুধবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শান্তিনগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জাজিরা থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার চেয়ারম্যান কুদ্দুস বেপারীর বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, লুটপাট ও মানবপাচারসহ অন্তত ৪৪টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় অব্যাহতি পেলেও বেশ কিছু মামলায় তিনি পলাতক আসামি ছিলেন। এ ছাড়াও কুদ্দুস বেপারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে রিয়াজুল তালুকদার নামে শ্রমিকদল কর্মী নিহত হওয়ার ঘটনায় এজাহারভুক্ত আসামি।

অপরদিকে তার সহযোগী ড্রাইভার ফারুকের বিরুদ্ধে জাজিরা থানায় হত্যা মামলাসহ অন্তত ২০টি মামলা রয়েছে।

র‍্যাব-১০ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি ঢাকার পল্টন থানাধীন শান্তিনগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে র‍্যাব। অভিযানে শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন বিলাশপুর এলাকায় চাঞ্চল্যকর ও বহুল আলোচিত সবুজ মুন্সি হত্যা মামলাসহ উল্লেখিত মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি বিলাসপুর ইউনিয়ন চেয়ারম্যান কুদ্দুস বেপারী ওরফে বোমা কুদ্দুস (৫৩) ও তার প্রধান সহযোগী ও ড্রাইভার মো. ফারুককে (২৯) গ্রেপ্তার করে।

এ বিষয়ে জাজিরা থানার ওসি আল-আমিন কালবেলাকে বলেন, ঢাকার শান্তিনগর থেকে কুদ্দুস বেপারীকে আটক করে র‍্যাব-১০। এরপর আমাদের অবগত করলে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় আমরা র‍্যাব-১০ থেকে তাকে হেফাজতে নিই। পরে তাকে নিয়মিত মামলায় আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক-আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত দুর্নীতি দমন কমিশন গঠনের আহ্বান

ঢাবি মুজিব হলের ছাত্রলীগ নেতা মেহেদী হাসান গ্রেপ্তার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল করায় ৫ নেতাকর্মী রিমান্ডে

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহিদুজ্জমান ৪ দিনের রিমান্ডে

টঙ্গীতে বিএনপি নেতা নূরুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ

যাত্রীদের থেকে বাড়তি ভাড়া আদায়, বরখাস্ত দুই রেল কর্মচারী

অভিনেতা মাসুদ আলী খান আর নেই

গাজীপুর মহানগর মোটর শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ জাপান বিএনপি

১৭ বছরের শহীদ খালিদের শরীরে বুলেটের ৭০টি ছিদ্র

১০

লেবানন থেকে ছোড়া রকেটে ইসরায়েলে নিহত ৫

১১

বিডিইউ উপাচার্যের সঙ্গে জাইকা প্রতিনিধি দলের সাক্ষাৎ

১২

আরও রোহিঙ্গা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া : স্বরাষ্ট্র উপদেষ্টা 

১৩

সাফজয়ী সাবিনা-ঋতুপর্ণাদের জন্য পুরস্কারের ঘোষণা বিসিবির

১৪

‘নির্বাচনে যেতে ১২ কোটি টাকার প্রস্তাব দিয়েছিলেন শেখ হাসিনা’

১৫

দুর্যোগ মোকাবিলার গবেষণায় সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : ঢাবি উপাচার্য

১৬

ঢাকা সফরে আসছেন মার্কিন কর্মকর্তারা

১৭

প্রিমিয়ার ব্যাংকের ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

১৮

প্রোটিয়াদের কাছে লজ্জার হারে হোয়াইটওয়াশ বাংলাদেশ

১৯

সোহাগের নতুন গান

২০
X