দেশের একমাত্র চার দেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) বাংলাবান্ধা-ফুলবাড়ি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি তিন দিন বন্ধ থাকবে। সনাতন ধর্মাবলম্বীদের আলোর উৎসব দীপাবলি (কালীপূজা) ও ছটপূজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার (৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর) স্থলবন্দরটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন বিষয়টি নিশ্চিত করেন।
রেজাউল করিম শাহিন বলেন, কালীপূজা ও ছটপূজা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকার বিষয়টি ভারতীয় ফুলবাড়ি সিএন্ডএফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন থেকে আমাদের আগেই জানিয়ে দিয়েছেন।
ভারতের ফুলবাড়ি সিএন্ডএফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জমির বাদশার স্বাক্ষরিত এক চিঠিতে কালীপূজা ও ছটপূজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বন্দরের সব কাজকর্ম বন্ধ থাকবে। পূজা উপলক্ষে ট্রাকচালকরাও ট্রাক চালাতে চান না। সে কারণে কোনো পণ্য আনা নেওয়া হবে না।
আগামী রোববার (৩ নভেম্বর) সকাল থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম চলবে। তবে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও কাস্টম ও বন্দরে কাজকর্ম স্বাভাবিক থাকবে।
বাংলাবান্ধা স্থলবন্দরের লিমিটেডের ম্যানেজার মো. আবুল কালাম আজাদ জানান, কালীপূজা ও ছটপূজা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ৩ দিন বন্ধ থাকলেও আগামী রোববার সকাল থেকে আবারও এ পথে কার্যক্রম স্বাভাবিক হবে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা।
বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.ফিরোজ কবীর জানান, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি -রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
মন্তব্য করুন