সিলেটের জৈন্তাপুরে পাথরবাহী ট্রাক থেকে ১৮৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) গভীর রাতে সিলেট-তামাবিল মহাসড়কের বিরাইমারা কদমখাল এলাকা থেকে এই চিনি জব্দ হয়। এ সময় ট্রাক চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) জৈন্তাপুর থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়কের বিরাইমারা কদমখাল এলাকায় মঙ্গলবার গভীর রাতে জৈন্তাপুর মডেল থানার পুলিশ অভিযান পরিচালনা করা হয়। পরে পাথরবাহী ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় পাথরের নিচে কৌশলে লুকিয়ে রাখা ১৮৪ বস্তা ভারতীয় চিনি জব্দ হয়। ট্রাকটিকেও জব্দ করা হয়। পরে ট্রাকটির চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নওগাঁ সদরের চকমহাদেব গ্রামের মোস্তাক আলীর ছেলে মো. রকি বাবু ও মান্দা উপজেলার শাহাপাড়া গ্রামের মো. সাব্বির হোসেন।
জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, চিনি জব্দের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে দুজন গ্রেপ্তারসহ পলাতক একজনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।
মন্তব্য করুন