ফেনীতে ছাত্রদলের এক নেতার ওপর হামলায় ঘটনায় করা মামলার জেরে সংগঠনটির দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা সোনাগাজী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ফেনী জেলা শাখার অধীন সোনাগাজী উপজেলা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই এ ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
এ ব্যাপারে ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন সোনাগাজী উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন বলেন, কেন্দ্রীয় পরিষদ থেকে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে দ্রুতই সাংগঠনিক প্রক্রিয়া শুরু হবে।
গত ২৮ অক্টোবর দুপুরে সোনাগাজী সরকারি কলেজ ক্যাম্পাসে কলেজ ছাত্রদল নেতা মেহেদী হাসান মিরাজ ও মো. রায়হানের ওপর হামলা হয়। এ ঘটনায় করা মামলার জেরে ছাত্রদলের দুপক্ষের মধ্যে বুধবার সন্ধ্যায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সোনাগাজী পৌরশহরে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা লাঠিচার্জ করে পরিস্থিতি শাস্ত করে। ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ছাত্রদলের নেতাকর্মী ও পথচারী আহত হন। আহতদেরকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য ২০২১ সালের ১ মে সোনাগাজী উপজেলা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল।
মন্তব্য করুন