আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে যশোরের মনিরামপুরে সাইফুল ইসলাম (৩৫) নামের এক যুবলীগ কর্মী ক আটক করেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চন্ডিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পরে তার স্বীকারোক্তিতে রাতেই একটি মৎস্য ঘেরের টঙ ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বুধবার (৩০ অক্টোবর) থানা পুলিশ তাকে যুবদল নেতা চন্টু হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে পাঠানো হয়।
মনিরামপুর থানার তদন্ত পলাশ বিশ্বাস জানান, মঙ্গলবার রাতে চন্ডিপুর গ্রামে অভিযান চালিয়ে সাইফুলকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তিতে চন্ডিপুরের একটি মৎস্য ঘের থেকে সাতটি ধারালো হাসুয়া, একটি দা ও দুইটি হকিস্টিক উদ্ধার করে। মেজবাহুর রহমান চন্টু হত্যা মামলায় সন্দেহভাজন আসামি অন্তর্ভুক্ত করে আদালতে চালান দেওয়া হয়েছে। সাইফুল কৃষকলীগ নেতা আব্দুল্লাহ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি।
মন্তব্য করুন