জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, রাসুল (সা.)-এর জীবনাদর্শই একটি আদর্শ রাষ্ট্র গঠনের মূল চাবিকাঠি। সমাজে ন্যায় বিচার ও ইসলামের প্রতিষ্ঠায় হযরত রাসুলুল্লাহ (সা.) এক মহামানব। মুসলমানদের জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুলের আদর্শ অনুসরণ করা উচিত।
বুধবার (৩০ অক্টোবর) সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার চন্ডী প্রসাদ বিদ্যালয় মাঠে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সিরাত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আফেন্দী কনফারেন্সে উপস্থিত জনতাকে জমিয়তের পতাকাতলে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সকল অবিচার ও বৈষম্য দূর করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে আল্লাহর জমিনে আল্লাহর নেজাম প্রতিষ্ঠার সংগ্রামে সামিল হতে হবে।
জমিয়তের সিনিয়র যুগ্মসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া বলেন, বহু রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা বর্তমানে বিপন্ন হতে পারে। তিনি অন্তর্বর্তী সরকারকে এসব চক্রান্ত মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
কনফারেন্সে সভাপতিত্ব করেন জমিয়তের ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা খিজির আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জমিয়তের নির্বাহী সদস্য মাওলানা নজরুল ইসলাম, উত্তরের সভাপতি শায়খুল হাদিস আতাউর রহমান কোম্পানিগঞ্জী এবং দক্ষিণের সাংগঠনিক সম্পাদক কাজী আমিনুদ্দীন।
বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, বিয়ানীবাজার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুব জমিয়তের সহসভাপতি মহিউদ্দিন আলমগীর, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি জাহিদ আল হাসান ও সাধারণ সম্পাদক শায়খুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন