রাজবাড়ীর পাংশায় বিএনপির অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুপক্ষের দ্বন্দ্বের জেরে মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের বাহের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে পাট্টা ইউনিয়নের পাশ্ববর্তী উপজেলার সাওসাইল ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. নাসিরুল হক সাবু গ্রুপ ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদের লোকজনের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যা ৬টার দিকে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বাহের মোড়ে অবস্থিত সাবু গ্রুপের পাট্টা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুর করা হয়। হারুন গ্রুপের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে। এ ছাড়া ওই সময় দুই গ্রুপের অন্তত সাতটি বাড়িতে হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ হয়নি।
পাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি মুরাদ বিশ্বাস বলেন, মঙ্গলবার সাওসাইল ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রির সময় আওয়ামী লীগের লোকজনদের কাছ থেকে টিসিবির কার্ড ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল হারুন গ্রুপের বিএনপির কর্মীরা। এ সময় আমাদের (সাবু) গ্রুপের লোকজন কার্ড ছিনিয়ে নিতে বাধা দেয়। তখন দুই গ্রুপের মধ্যে কথাকাটাকাটি হয়। সেই ঘটানার জের ধরে হারুন গ্রুপের পাট্টা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. আকিদুল ইসলামরে নেতৃত্বে রাতে আমাদের অফিস ভাঙচুর করে এবং আমাদের সমর্থক রফিক বিশ্বাস ও লিটন বিশ্বাসের বাড়িতে হামলা করেছে।
পাট্টা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. আকিদুল ইসলাম বলেন, টিসিবির পণ্য বিক্রির ঘটনার পর তারা এসে বাহের মোড় বাজারে গুলি ও হাত বোমা ফাটায়। বাহের মোড় বাজার বণিক সমিতির পক্ষ থেকে গুলি ও হাত বোমা ফাটানোর প্রতিবাদে মিছিল করে। তারা সবাই হারুন গ্রুপের সঙ্গে বিএনপির রাজনীতি করে। এরা মিছিল করে চলে যাওয়ার পর তারা (সাবু গ্রুপের লোকজন) নিজেরাই নিজেদের অফিস ভেঙে আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। অফিস ভাঙার পর আমাদের হালিম বিশ্বাস, রাজ্জাক বিশ্বাস, মিলন ও শরিফুলের বাড়িতে হামলা করেছে তারা। এ সময় শরিফুলে একটি মোটরসাইকেল লুট করে নিয়ে গেছে তারা।
এ ঘটানায় পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়। ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। এমন কিছু পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন