যশোরের চৌগাছায় আনিছুর রহমান (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৯অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জগনাথপুর গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। রাজনৈতিক কোন্দলের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছেন স্বজনরা।
নিহত আনিছুর জগনাথপুর গ্রামের মৃত আব্দুল জলিল ডাক্তারের ছেলে ও সাবেক উপজেলা যুবলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আশারফ হোসেন আশার সহোদর। তিনি উপজেলা সিংহঝুলী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভপাতি ছিলেন।
নিহত আনিছুর রহমানের মেজে ভাই পল্লবী ক্লিনিকের মালিক মিজানুর রহমান বলেন, ‘আমার ভাই একজন নিরীহ গ্রাম্য ডাক্তার। পুকুরে মাছের চাষ করেই জীবিকা নির্বাহ করতেন।’
তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর বাড়ির পাশে দোকানে বসে চা পান করছিলেন। এ সময় ৭-৮ জন চিহ্নিত সন্ত্রাসী হঠাৎ তার ওপরে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। দোাকানে বসে থাকা একই গ্রামের আব্দুস সালাম (৩০) বাধা দিলে তাকেও পিটিয়ে আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চৌগাছা সরকারি হাসপাতালে নিলে জরুরি বিভাগে চিকিৎসক সঞ্চিতা রানী তাদের দুজনকেই যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে আনিছুরের মৃত্যু হয়। আব্দুস সালাম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের অর্থো-সার্জারি বিভাগের চিকিৎসকরা জানান, নিহত আনিছুরের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। হাত-পায়ের বিভিন্ন স্থানের হাড় ভেঙে দেওয়া হয়েছে।
চৌগাছা থানার এসআই মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে যাতে আইনশৃঙ্খলার কোনো অবনতি না হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। হত্যার সঙ্গে জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন