বাস শ্রমিকদের দুপক্ষের মারামারির ঘটনার জেরে বন্ধ হওয়া রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে যাত্রীবাহী বাস অবশেষ দুদিন পর চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুর ২টা থেকে এ রুটে বাস চলাচল শুরু হয়।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, আমরা সোমবার (২৮ অক্টোবর) সমস্যার সমাধানের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের বাস শ্রমিকদের সঙ্গে বসার চেষ্টা করেছিলাম। কিন্তু তারা তাতে সাড়া দেয়নি। পরে তারা বুধবার বেলা ১১টায় আমাদের সঙ্গে বসতে রাজি হয়। এরই ধারাবাকিতায় দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তরের বসে বিষয়টি মীমাংসা হয়। এরপর দুপুর ২টা থেকে এ রুটে বাস চলাচল স্বাভাবিক হয়।
তিনি বলেন, রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ যে বাসের টিকিট কাউন্টারগুলো রয়েছে তাদের সমস্যা সমাধানের বিষয়টি ফোনে জানানো হয়েছে। তারা এখন টিকিট বিক্রি করবে।
এর আগে সোমবার সকাল ৬টা থেকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। রোববার (২৭ অক্টোবর) রাজশাহীর তিনজন চালককে চাঁপাইনবাবগঞ্জে মারধর করা হয়েছিল। তাদের মধ্যে হানিফ কেটিসির চালক সেলিম, ন্যাশনাল ট্রাভেলসের চালক লিটন ও হানিফ পরিবহনের শামীম আহত হয়। পরে তাদের মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়। মূলত এই মারধরের ঘটনায় এই দুই জেলার মধ্যে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয় জেলার যাত্রীরা পড়েছিলেন চরম ভোগান্তিতে।
মন্তব্য করুন