বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় অভিযানে চালিয়ে ২৭ টন চালসহ ফারুক হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে চালসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফারুক দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাঁশপাতা মহল্লার আমিনুর রহমানের ছেলে।
সামাজিক নিরাপত্তা বেষ্টনী সুবিধাভোগী বিভিন্ন ভোক্তার নিকট থেকে অবৈধভাবে চাল ক্রয় ও মজুত রাখার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় পচাঁচিয়া উপজেলার তালোড়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা তিথি ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুনিরুল হকের উপস্থিতিতে দুপচাঁচিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালায়। অভিযানে ফারুকের দুটি গুদাম থেকে ২৭ টন চাল ও তিন হাজার সরকারি খালি বস্তা জব্দ করা হয়। পরে গুদাম ঘর দুটি সিলগালা করে দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ঘটনায় রাতেই উপজেলা খাদ্য পরিদর্শক সিহাব উদ্দিন বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।
দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ফারুকের বিরুদ্ধে মামলা করেছেন উপজেলা খাদ্য পরিদর্শক সিহাব উদ্দিন। বুধবার (৩০ অক্টোবর) সকালে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন