গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুলজার হোসেন নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
নিহত গুলজার হোসেন (৩৫) ফেনী জেলার বাসিন্দা।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কাছ থেকে আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন পোশাক শ্রমিক গুলজার। এ সময় টঙ্গীর মধ্য আরিসপুর এলাকার ছিনতাইকারী সজীব মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এতে বাধা দিলে এক পর্যায়ে গুলজারকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা সজীবকে আটক করে গণপিটুনি দেয়। আহত পোশাক শ্রমিক ও ছিনতাইকারীকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা গুলজারকে মৃত ঘোষণা করেন। ছিনতাইকারী সজিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা।
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মো. এহতেশাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সকালে নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন