যশোরের চৌগাছা উপজেলার আনিছুর রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে চৌগাছার জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর-রশিদ।
নিহতের ভাই ও চৌগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহানূর আলম উজ্জ্বল জানান, রাতে স্থানীয় চায়ের দোকানে চা পান করছিলেন আনিছুর। এ সময় লেন্টু, হাদী, আমিনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। মুমূর্ষু অবস্থায় তাকে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আনিছুরের বড় ভাই চৌগাছার সিংহঝুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসা হোসেনকে ২০০২ সালে একই সন্ত্রাসী গোষ্ঠী হত্যা করেছিল।
যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর-রশিদ বলেন, নিহতের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
মন্তব্য করুন