বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের নারকীয় তাণ্ডবই দেশের ফ্যাসিবাদের সূচনা করেছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সিলেট নগরীর দরগাহ গেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) হলে সিলেট মহানগর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ক্ষমতায় আসার জন্য আওয়ামী লীগের নেতারা সব ধরনের নীচু হাতিয়ার ব্যবহার করতে পিছপা হয়নি। আ.লীগ নেত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ হুকুমে দেশব্যাপী এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি শরীফ মাহমুদের সভাপতিত্বে এবং সেক্রেটারি শাহীন আহমদের পরিচালনায় বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক ড. নুরুল ইসলাম বাবুল এবং সাবেক কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক।
ড. নুরুল ইসলাম বাবুল বলেন, ২৮ অক্টোবর সিলেটে সংঘটিত বর্বরতার মাধ্যমে আওয়ামী লীগ জাতির সঙ্গে বেইমানি করেছে। এ ঘটনায় রাজনৈতিক দলগুলোর সংলাপের প্রতিশ্রুতিকে ভেঙে ফেলা হয়, যা একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে।
সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি শরীফ মাহমুদ বলেন, ২৮ অক্টোবর আমাদের বেদনার প্রতীক হলেও, এটাই আমাদের প্রেরণার উৎস। ছাত্রশিবিরের কর্মীদের সে দিনটির ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে মহানগর ছাত্রশিবিরের নেতাকর্মীসহ সাধারণ জনগণ অংশ নেন এবং ২৮ অক্টোবরের ঘটনাবলীর আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে নৃশংস সে ঘটনার স্মৃতিচারণ করেন।
মন্তব্য করুন