রাজবাড়ীতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মা ইলিশ শিকার করায় ১৬ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪৫ কেজি মা ইলিশ জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) জেলার বিভিন্ন স্থানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়
জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ দিনে জেলায় মা ইলিশ রক্ষা অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ২০২ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ৯৭ হাজার ৪০০ টাকা আর্থিক জরিমানা করেছে। এ ছাড়া ইলিশ শিকারে ব্যবহৃত অবৈধ ১৩ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ করা হয়েছে ১১০৪ কেজি ইলিশ মাছ। এসব মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব কালবেলাকে বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার দায়ে ১৬ জন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ইলিশ রক্ষায় আমাদের নিয়মিত অভিযান চলছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত আমাদের এ অভিযান চলমান থাকবে।
মন্তব্য করুন