নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাদ্রাসাছাত্র মাহবুব হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সৈকতকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কারাদণ্ডপ্রাপ্ত মো. সৈকত (২৩) আড়াইহাজার উপজেলার সেন্দীপাড়া গ্রামের মো. বিল্লাল হোসেনের ছেলে।
র্যাব-১১ মিডিয়া কর্মকর্তা এএসপি সনদ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি বছরের গত ১৭ মে রাত ১২টার দিকে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দীপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে মাহবুবের লাশ উদ্ধার করা হয়। নিহত মাহাবুব একই গ্রামের আশকর আলীর ছেলে। সে বন্দর উপজেলার একটি কওমি মাদ্রাসার ছাত্র ছিল।
তিনি বলেন, নিহতের বড় ভাই আবু হানিফ বাদী হয়ে আড়াইহাজার থানায় হত্যা মামলা করেন। এ মামলায় পুলিশ কাউসার নামে একজনকে গ্রেপ্তার করলে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের রহস্য। আসামি কাউসার আদালতে স্বীকার করেন যে, তাস খেলা নিয়ে কথাকাটাকাটির জেরে মাহাবুবকে ছুরিকাঘাতে হত্যা করে লাশ ধানক্ষেতে ফেলে রাখে সৈকত, শামীম ও কাউসার।
সনদ বড়ুয়া আরও বলেন, মামলার বিচার কার্যক্রম শেষে গত ৩১ জুলাই নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম এরশাদুল আলম তিন আসামি মো. সৈকত, মো. কাউছার ও শামীমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় মো. কাউছার কারাগারে থাকলেও সৈকত ও শামীম পলাতক ছিল। বর্তমানে শামীমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন