ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নবজাতক সন্তানকে রেখে ফেসবুক লাইভে নারীর আত্মহত্যা

আফসানা মীম। ছবি : সংগৃহীত
আফসানা মীম। ছবি : সংগৃহীত

বিভিন্নজনের কাছ থেকে ৩০ লাখ টাকা ধার নিয়ে ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকার আফরোজা ছাত্রী হোস্টেলের পরিচালক আফসানা মীম নামে এক নারী ফেসবুক লাইভে এসে বিষপান করে আত্মহত্যা করেছেন। অনলাইন জুয়ায় নিঃস্ব হয়ে আত্মহত্যা করেন তিনি।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বদিউজ্জামান বাবু মীমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শনিবার (২৬ অক্টোবর) ফেসবুক লাইভে এসে তিনি বিষপান করেন। রোববার (২৭ অক্টোবর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আফসানা মীম মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের মামুন মোল্লার মেয়ে। ২১ দিনের নবজাতক সন্তান রয়েছে তার।

ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লার ডায়াবেটিক অ্যাসোসিয়েশন হাসপাতালের সামনে অবস্থিত আফসানা ছাত্রী হোস্টেলের পরিচালক আফসানা মীম। বহুতল ভবনের একাধিক ফ্ল্যাট ভাড়া নিয়ে মেস পরিচালনা করতেন তিনি।

জানা গেছে, ২৩ অক্টোবর ভোরে হোস্টেলের ছাত্রী ও বিভিন্ন গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে কাউকে কিছু না বলে মালামাল নিয়ে আত্মগোপনে চলে যান। এ ঘটনায় ফরিদপুরের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগীরা। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় পাওনাদাররা মামলাও দায়ের করেন।

এরই মধ্যে শনিবার চট্টগ্রামের কোনো এক বন্ধুর বাসায় থাকা অবস্থায় তার স্বামী মোহাম্মদ সাব্বিরের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন মিম। কান্নাজড়িত কণ্ঠে দেড় ঘণ্টা ধরে তিনি তার এই করুণ পরিণতির নানা কারণ তুলে ধরেন। তিনি এ সময় নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে তার নানা চড়াই উতরাই পেরোনোর কথাও বলেন। এ সময় তার কাছে কেউ টাকা পাবেন না বলে জানিয়ে তিনি কয়েকজনের নাম উল্লেখ করে তাদের কারণেই তার এই পরিণতি বলে জানান। তিনি মেসের মেয়ের মতো বলে উল্লেখ করে তাদের অনেক ভালোবাসতেন বলে জানান।

মীম হাতে বিষের বোতল নিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ব্যবসাটা বড় হয়ে গেছে দেখে ওদের নজরে পড়ে গেছে। আজ ওরা আমাকে শেষ করে দিছে। যারা আমাকে ভালোবাসার মানুষ থেকে আজ দূরে সরিয়ে দিল, তোরা ওদের কাউকে ছাড়িস না।’ বেশ কয়েকজনকে তার এই নির্মম পরিণতির জন্য দায়ী করে লাইভ ভিডিওতে থেকেই বিষপান করেন তিনি। এরপর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে রোববার (২৭ অক্টোবর) দিবাগত রাতে তার মৃত্যু হয়।

প্রায় চার বছর আগে শহরের ঝিলটুলী মহল্লার ডায়াবেটিক হাসপাতালের সামনে একটি ১১ তলা ভবনের ৬টি ফ্ল্যাট ভাড়া নিয়ে ‘আফসানা ছাত্রী হোস্টেল’ নামে একটি মেস চালু করেন মিম। ৬টি ফ্ল্যাটের বিভিন্ন কক্ষে প্রায় ১২০ জন ছাত্রী রয়েছেন। একই বিল্ডিংয়ের আরেকটি ফ্ল্যাট ভাড়া নিয়ে স্বামী ইমামুজ্জামান মিয়া ওরফে সাব্বিরকে নিয়ে সপরিবারে থাকতেন তিনি। গত বুধবার ভোরে হঠাৎ একটি হলুদ পিকআপভ্যান ও দুটি ভ্যানে করে তার পরিবারের সব মালামাল নিয়ে আত্মগোপনে চলে যান মিম।

আড়পাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বদিউজ্জামান বাবু কালবেলাকে বলেন, শনিবার রাতে মীম চট্টগ্রামের কোনো এক বন্ধুর বাসায় বিষপানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। রোববার রাতে তার মৃত্যু হয়। সোমবার (২৮ অক্টোবর) বাদ মাগরিব মীমের নিজ বাড়ি মধুখালির আড়পাড়ায় জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতি ও ফ্যাসিবাদ তৈরির পথ বন্ধ করতে হবে : ইসলামী আন্দোলন

ডিআরইউ সাহিত্য পুরস্কার পেলেন আহমেদ আল আমীন 

পরিস্থিতি সামলাতে ‘হিমশিম’ খাচ্ছেন উপাচার্য

আফরোজা আব্বাসের নির্বাচনী প্রচারে হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ

হার দিয়ে উইন্ডিজ সফর শুরু বাংলাদেশের

আইনজীবী হত্যার ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান ড. ইউনূসের

চট্টগ্রাম বন্দরে ফের আসছে পাকিস্তানি জাহাজ

গুলশান থেকে অপহরণের আট ঘণ্টা পর বনানীতে ব্যবসায়ী উদ্ধার

পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করতে চায় : মির্জা ফখরুল

১০

মীনা কুমারি হয়ে ওঠা হচ্ছে না কৃতির 

১১

‘৫ আগস্টের আগের পুলিশ আর বর্তমান পুলিশ এক নয়’

১২

মৃত্যুবার্ষিকীতে ‘অমর ম্যারাডোনাকে’ শ্রদ্ধা জানালেন মেসি

১৩

চার বিভাগে নতুন কমিশনার

১৪

কোনো চক্রান্তের ফাঁদে পা না দেওয়ার আহ্বান আহমাদুল্লাহর

১৫

টেকনাফে অপহৃত সেই ২ রোহিঙ্গা উদ্ধার, আটক ৩

১৬

উদ্ভূত পরিস্থিতে মিজানুর রহমান আজহারীর স্ট্যাটাস

১৭

কারাগারে অসুস্থ সেই আ.লীগ নেতার মৃত্যু

১৮

কেইনের কাঠগড়ায় মেসি-রোনালদো!

১৯

বিএনপি ক্ষতিগ্রস্ত হলে পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে: তারেক রহমান

২০
X