পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

স্বৈরাচারের দিন শেষ এবার হবে জনতার বাংলাদেশ : ডা. আব্দুল মজিদ

খুলনার পাইকগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের জনসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদ। ছবি : কালবেলা
খুলনার পাইকগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের জনসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদ। ছবি : কালবেলা

খুলনার পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদ বলেছেন, স্বৈরাচারের দিন শেষ এবার হবে জনতার বাংলাদেশ। এ দেশের জনগণ যে সাম্প্রদায়িক সম্প্রতির বাংলাদেশ এতদিন দেখতে চেয়েছিলেন সেই বাংলাদেশ আমরা এবার উপভোগ করব। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলেন এবার জননন্দিত নেতা তারেক রহমানের হাত ধরে নির্মাণ হবে সেই বাংলাদেশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) পাইকগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের দেলুটি ইউনিয়ন আয়োজিত পতিত আওয়ামী সরকারের অপতৎপরতা রুখে দিতে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য, আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার লক্ষ্যে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. আব্দুল মজিদ আরও বলেন, এরই মধ্যে আপনারা দেখেছেন স্বৈরশাসকের পতনের পর বাংলাদেশের মানুষ তারেক রহমানের ভিডিও বার্তার মাধ্যমে পাঠানো নির্দেশকে কীভাবে সাদরে গ্রহণ করেছেন। তিনি শান্তি সমৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছেন, আসুন আমরা তার হাতকে শক্তিশালী করি। পাইকগাছা-কয়রার মানুষ উন্নয়নবঞ্চিত হয়ে এসেছেন, এখন থেকে আমাদের একটাই স্লোগান- আমরা আমাদের পাইকগাছা-কয়রা গড়বো।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সবাই মিলে সহযোগিতা করতে হবে। কোনো দুষ্কৃতকারীকে আশ্রয় দেওয়া হবে না। তারুণ্যের অহংকার তারেক রহমান সরাসরি আমাদের নির্দেশ দিয়েছেন দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। কেউ কোনো ধরনের চাঁদাবাজি, ঘের দখলসহ কোনো ধরনের অপকর্মে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জনসমাবেশে জাতীয়তাবাদী তাঁতী দল দেলুটি ইউনিয়ন শাখার সভাপতি নুর মোহাম্মদ সানা সভাপতিত্ব করেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাঁতী দল পাইকগাছা উপজেলা শাখার আহ্বায়ক টিএম মঈনউদ্দীন শিমুল, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল পাইকগাছা উপজেলার সদস্য সচিব মারুফুল হক প্রিন্স।

বিশেষ অতিথির বক্তব্যে পাইকগাছা উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল বলেন, বিএনপির আমলে বাংলাদেশ এক অনন্য সম্প্রতির হয়ে ওঠে। বিশেষ করে এবার আমাদের নেতা তারেক রহমানের হাত ধরে নতুন এক বাংলাদেশের জন্ম হবে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন মেছের আলী সানা, মজিবুর রহমান, প্রনব কান্তি মণ্ডল, সরদার ফারুক, আবুল কাশেম সরদার, আসাদুজ্জামান খোকন, প্রভাষক মনিরুজ্জামান মনি, কাজী মজিবুর রহমান, হুরায়রা বাদশা, বিএম আকিজ উদ্দিন, নাজমুল হুদা মিন্টু, রাসেল হুসাইন, রায়হান পারভেজ টিপু, এসএম শামসুজ্জামান, মোস্তাকিম গাজী, মাসুম হাজরা, আবু হানিফ মিলন, শহিদুর রহমান, রাজেশ রায় রাজা, মুরাদ হোসেন, ইদ্রিসুর রহমান, বাহারুল ইসলাম, কুদ্দুস গোলদার, জুলফিকার, ওসমান, রাশেদুজ্জামান, জনি, নাহিদ প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য শাহাদাত হোসেন ডাবলু, পাইকগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন ও পাইকগাছা পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক অ্যাড. সাইফুদ্দিন সুমন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূগর্ভের গভীরতম হোটেল ‘ডিপ স্লিপ’

পিরামিড তৈরির প্রায় এক হাজার বছর আগে নির্মিত হয় স্টোনহেঞ্জ

৭০ লাখ টাকার হাঁসের ডিম বিক্রি যে হাটে

টেসলাকে কি টেক্কা দেবে চীনের বিওয়াইডি?

শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নামল ৮ ডিগ্রিতে

০৩ জানুয়ারি : ইতিহাসের এই দিনে

কুয়াশার চাদরে রাজধানী, বাড়ছে শীতের তীব্রতা

ছাত্রলীগ নেতাকে পুলিশে ধরিয়ে দিল ছাত্রদল

কেজিতে ১ টাকায় মিলছে মুলা ও ফুলকপি

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১০

০৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১১

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

১২

বিদেশিদের ষড়যন্ত্র আমাদের রুখতে পারবে না : বাবুল

১৩

কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

১৪

তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে খুবির এমওইউ স্বাক্ষর

১৫

নিখোঁজের ৬ দিন পর যুবকের মাটিচাপা লাশ উদ্ধার

১৬

ঢাবি ছাত্রশিবিরের সভাপতি ফরহাদ, সম্পাদক মহিউদ্দিন

১৭

সুশাসন নিশ্চিতে বিচারব্যবস্থার সংস্কার প্রয়োজন : এমরান চৌধুরী

১৮

কুড়িগ্রামে যুবলীগ নেতা হাসেম আলী গ্রেপ্তার

১৯

চট্টগ্রামের কাঠালবাগান পাহাড়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ

২০
X