রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

দুইদিন ধরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তি

রাজশাহী আন্তঃজেলা বাস কাউন্টার। ছবি : কালবেলা
রাজশাহী আন্তঃজেলা বাস কাউন্টার। ছবি : কালবেলা

বাস শ্রমিকদের মারধরের দ্বন্দ্বের জেরে দুইদিন থেকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এ রুটে চলাচলকারী শত শত যাত্রী। উপায়ান্তর না পেয়ে অটোরিকশা, ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছেন।

পরিবহন মালিক-শ্রমিকরা বলছেন, চাঁপাইনবাবগঞ্জে যাদের সঙ্গে শ্রমিকদের ঝামেলা হয়েছে, তাদেরকে মীমাংসার জন্য ডাকা হলেও এখন পর্যন্ত সারা দেয়নি। সঙ্গত কারণে বিষয়টি সমাধান না হওয়ায় এ রুটে বাস চলাচল রয়েছে বন্ধ।

জানা গেছে, সোমবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল পাঁচটায় রিপোর্ট লেখা পর্যন্ত এ রুটে বাস চলাচল বন্ধ ছিল।

তবে বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১ টায় দুইপক্ষের সঙ্গে আলোচনায় বসে মীমাংসা করা হবে বলে জানিয়েছেন রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি। তিনি বলেন, রোববার (২৭ অক্টোবর) রাজশাহীর তিনজন চালককে চাঁপাইনবাবগঞ্জে মারধর করা হয়। ওই ঘটনায় হানিফ কেটিসি চালক সেলিম (৪০), ন্যাশনাল ট্রাভেলসের চালক লিটন (৪৫) ও হানিফ পরিবহনের শামীম (৪৮) আহত হন। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও বলেন, আমরা সোমবার সমস্যার সমাধানের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের বাস শ্রমিকদের সঙ্গে বসার চেষ্টা করেছিলাম। কিন্তু তারা সাড়া দেয়নি। উল্টো আবারও আমাদের রাজশাহীর তিন বাসচালককে মারধর করেছে চাঁপাইনবাবগঞ্জ শ্রমিক ইউনিয়নের লোকজন। তবে এইভাবে বাস চলাচল বন্ধ করে রেখে যাত্রীদের ভোগান্তি হচ্ছে। বুধবার বেলা ১১ টায় চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক ইউনিয়নের লোকজনকে রাজশাহীতে ডাকা হয়েছে। তাদের সঙ্গে বসে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হবে। সেই পর্যন্ত বাস চলাচল বন্ধই থাকবে।

রাজিব হোসেন নামের এক যাত্রী জানায়, বাস চলাচল বন্ধের কারণে অতিরিক্ত ভাড়া দিয়ে তাদের গন্তব্যে যেতে হচ্ছে। বাসের ভাড়া থেকে তারা ২০ থেকে ৩০ টাকা বেশি গুণতে হচ্ছে। ফলে ভোগান্তির সঙ্গে সময়ও বেশি লাগছে।

আন্তঃনগর বাস কাউন্টারে গিয়ে দেখা গেছে, ভেতরে টিকেট মাস্টার বসে আছেন। কিন্তু বাস চলাচল না করার কারণে টিকিট বিক্রি বন্ধ রয়েছে। তাই বাস কাউন্টারে যাত্রীদের আনাগোনা কম। এ ছাড়া গোরহাঙ্গা রেলগেট চাপাই বাস কাউন্টারে দায়িত্বপ্রাপ্ত কোনো লোকই নেই।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্রাং লরি ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার বলেন, ‘সমস্যা সমাধানের জন্য মিটিংয়ের আয়োজন করা হয়েছে। আশা করছি দ্রুত এর সমাধান হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

হত্যা মামলার আসামি নোয়াখালীর ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

১৭ বছর রেমিট্যান্স পাঠানো হান্নানের মরদেহ দেশে আনতেও জোটেনি সরকারি সাহায্য

রিকশাচালকদের বিকেল পর্যন্ত অপেক্ষা করতে বললেন ডিএমপি কমিশনার

কী হচ্ছে পাকিস্তানে, মুক্তি পাবেন ইমরান খান?

ক্ষুধা-দারিদ্র্য ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ উপহার দিতে চাই : সেলিম উদ্দিন

টয়লেট দিবসের পোস্ট দিয়ে কাকে খোঁচা দিলেন অপু?

নিম্নচাপের পিঠে চড়ে আসছে শীত

সরকার পতনের ডাক ইমরান খানের, গণঅভ্যুত্থানের দিকেই যাচ্ছে পাকিস্তান?

১০

মামলা না নিলে ওসিকে ১ মিনিটে সাসপেন্ড করব : কমিশনার

১১

বাজারে আসছে মেসির সাইকেল, দাম কত?

১২

ফের সড়ক অবরোধ করল ব্যাটারিচালিত রিকশাচালকরা

১৩

চকরিয়ায় দুই পলাতক আসামি গ্রেপ্তার

১৪

জিপিএস দেখে পথ চলতে গিয়ে গাড়ি নদীতে, নিহত ৩

১৫

মাত্র ৭ রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড গড়ল যে দেশ

১৬

ফুটবল থেকে অবসরের কথা ভেবেছিলেন নেইমার

১৭

ঢাবি থেকে বিতাড়িত হলো শাহবাগে সমাবেশে আসা বহিরাগতরা  

১৮

বাঁশ লাঠি নিয়ে জমায়েত হচ্ছেন কবি নজরুল-সোহরাওয়ার্দীর শিক্ষার্থীরা

১৯

মামুন ৩ দিনের রিমান্ডে, কারাগারে আমু-ইনু-জিয়াউল-জাহাঙ্গীর 

২০
X