ঝিনাইদহ জেলা বিএনপির সহসভাপতি আবু বকরের (৭২) জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতা আহসান হাবিব শামিমের (৪৮) বিরুদ্ধে।
রোববার (২৭ অক্টোবর) কোটচাঁদপুর উপজেলার পাশ-পাতিলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় একাধিক দপ্তরে অভিযোগ করেও কোনো ফল পাননি ভুক্তভোগী। বিষয়টি নিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন আবু বকর। তবে আহসান হাবিব শামিম দাবি করেছেন জমিটি তার শ্বশুরের। কিন্তু জমির কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮ সালে পাশ-পাতিলা গ্রামের বাসিন্দা অজিত কুমার দাসের কাছ থেকে আবু বকর তার ছেলে ব্যারিস্টার সাজ্জাদ হায়দারের নামে ১৮ শতক জমি কেনেন। জমিটি সে সময় থেকে ভোগদখল করতেন তিনি। সম্প্রতি জমিটি দখলের চেষ্টা চালাচ্ছিলেন আহসান হাবিব শামীম। সর্বশেষ রোববার ওই জমি থেকে বেশ কয়েকটি দামি গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে শামীমেরের বিরুদ্ধে।
ব্যারিস্টার সাজ্জাদ হায়দার বলেন, জমির কাগজপত্র সঠিক থাকা স্বত্বেও স্থানীয় প্রভাব খাটিয়ে জোরপূর্বক আমার জমি দখল করে নিচ্ছে শামীম। আমি এ ঘটনার ন্যায় বিচার চাই। ইতোমধ্যে আমি আদালতে একটি মামলা দায়ের করেছি।
আহসান হাবিব শামিম জানান, ওই জমি তাদের। আবু বকর ৫ বছর আগে তার জমিটি দখল করছে।
মন্তব্য করুন