সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম সাইস্তা এবং ওসমানী নগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জল মিয়াকে পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
সোমবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে মোগলাবাজার ইউপি কার্যালয়ে র্যাবের একটি দল অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম সাইস্তাকে আটক করে।
র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল জানিয়েছেন, ফখরুল ইসলাম সাইস্তা চেয়ারম্যানের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা রয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।
দক্ষিণ সুরমা থানার ওসি আবুল হোসেন জানান, সাইস্তা চেয়ারম্যানের বিরুদ্ধে যে মামলাটি ছিল, সেটি এখন আর নেই। তাই তাকে র্যাবের কাছে ফেরত দেওয়া হয়েছে।
এদিকে, সোমবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সিলেট মহানগরের কিন ব্রিজ এলাকা থেকে আটক করা হয় উজ্জল মিয়াকে। তিনি ওসমানীনগরের বড় হাজিপুর গ্রামের বাসিন্দা।
র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, উজ্জলের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন