চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০১:১৬ এএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০১:২১ এএম
অনলাইন সংস্করণ

সাবেক রেলমন্ত্রীর ‘হাতিয়ার’ সেই সুজন বদলি!

সুজন চৌধুরী। ছবি : সংগৃহীত
সুজন চৌধুরী। ছবি : সংগৃহীত

নানা আলোচনা সমালোচনার মুখে শেষ পর্যন্ত বদলি করা হয়েছে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরীকে। তার স্থলাভিষিক্ত হয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (রাঙ্গামাটি) সদস্য মোহাম্মদ মাহবুবউল করিম। আওয়ামী লীগ সরকারের টানা মেয়াদে সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন সুজন চৌধুরী। সখ্যতা ছিল আওয়ামী লীগের প্রভাবশালী এমপি, মন্ত্রী এবং দাপুটে নেতাদের সঙ্গে।

সোমবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী সাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলি আদেশ দেওয়া হয়। চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (রাঙ্গামাটি) সদস্য মোহাম্মদ মাহবুবউল করিমকে সুজন চৌধুরীর স্থলাভিষিক্ত করা হয় এবং সুজন চৌধুরীকে বদলি করা চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার পদে।

আওয়ামী সরকার পতনের পর রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তাকে সুজন চৌধুরীকে ঘিরে সম্প্রতি সময়ে নানা অভিযোগ উঠেছে। আওয়ামী সরকারের প্রভাবশালী দুই মন্ত্রীকে নিয়ম বহির্ভূতভাবে জমি ইজারা, টেন্ডারে অনিয়ম, চট্টগ্রামের ভেলুয়ার দিঘীর পাড়, আগ্রাবাদ ডেবা, শহীদ শাহজাহান মাঠসহ নানা রেলওয়ে স্থাপনা স্বার্থান্বেষী মহলের কাছে হস্তান্তরের অভিযোগসহ নানা অভিযোগ ওঠে সুজন চৌধুরীর বিরুদ্ধে। গত ১৭ অক্টোবর রেলপথ মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি অভিযোগ জমা পড়েছে। এ নিয়ে জোরালো আলোচনা-সমালোচনার জেরে বিতর্কিত এ কর্মকর্তাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় রেল অঙ্গনে। এ ছাড়া সরকার পতনের আগের দিন (৪ আগস্ট) ছাত্র জনতার আন্দোলনের মধ্যে চট্টগ্রামের সিআরবিতে স্থানীয় সংসদ সদস্যসহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের কৌশলে আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে সুজন চৌধুরী বিরুদ্ধে।

রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমআর মঞ্জু চৌধুরী কালবেলাকে বলেন, তিনি আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছেন। রাজনৈতিক ক্ষমতার অপব্যাহার করে ঢাকা, চট্টগ্রামসহ পূর্বাঞ্চলের বিভিন্ন নেতাকর্মীদের লিজের জায়গাসহ নানা সুযোগ-সুবিধা দিয়েছিলেন। যার উদাহরণ অনেক আছে। আমরা পরিবর্তন চাই। ভালো মানুষের ভালো কাজ চাই।

এ বিষয়ে জানতে চেয়ে যোগাযোগ করা হলেও মোবাইল ফোন রিসিভ হয়নি সুজন চৌধুরীর।

একই আদেশে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক ড. মো. রওশন জামালকে পদায়ন করা হয়েছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে। মন্ত্রী পরিষদ বিভাগে সংযুক্ত (উপসচিব) মো. ফাউজুল কবীরকে জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের (উপসচিব) নাজিয়া ইসলামকে প্রধান উপদেষ্টা কার্যালয়ের পাবলিক পার্টনারশিপ কর্তৃপক্ষের (পিপিএ) পরিচালক পদে পদায়ন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রেপ্তার সাবেক কৃষিমন্ত্রীর বাসা থেকে যা পেল পুলিশ

এসিআইয়ে চাকরির সুযোগ

শিক্ষক সুজন হত্যা মামলায় গ্রেপ্তার ৩

নড়াইলে ৩ জনকে পিটিয়ে হত্যা

অভিজ্ঞতা ছাড়াই স্নাতক পাসে চাকরি দিচ্ছে ইস্টার্ন ব্যাংক

সাতক্ষীরায় বেধড়ক পিটুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

রাঙামাটি ও খাগড়াছড়িতে ভ্রমণের দুয়ার খুলছে

ঢাকা কলেজ শিক্ষার্থীকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে অর্থ আদায়

মার্কিন নির্বাচনের খরচ কত, কে দেয়?

ক্ষুধা লাগলে বিদ্যুৎ খান তিনি

১০

‘২৮ অক্টোবর দেশে ফ্যাসিবাদের সূচনা করেছে আ.লীগ’

১১

আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

১৪

৩০ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৫

চট্টগ্রামে জুস কারখানায় আগুন

১৬

গুম কমিশনে অভিযোগ করলেন ব্যারিস্টার আরমান

১৭

জাগপার নতুন সভাপতি লুৎফর, সম্পাদক রিয়াজ

১৮

সংস্কার খুব ধীরগতিতে চলছে : লায়ন ফারুক

১৯

নোয়াখালীতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ৬

২০
X