দীর্ঘ ১৮ পর জয়পুরহাটে প্রকাশ্য সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টন-বায়তুল মোকারম এলাকায় তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের কর্মীদের লগি-বৈঠার নৃশংসতার প্রতিবাদে জেলা জামায়াতে ইসলামী এ সমাবেশের আয়োজন করে।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এ হত্যা দিবস উপলক্ষে জেলা জামায়াতে ইসলামের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।
এতে ২৮ অক্টোবরের ঘটনায় দায়ের করা মামলা পুনঃজীবিত করে বিচার করার জন্য বর্তমান অন্তবর্তী সরকারের কাছে দাবি জানানো হয়। সভা থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ আওয়ামী খুনিদের বিচার করে তাদের ফাঁসি দাবি করেন বক্তারা।
সভায় জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাইদ সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশিদ, প্রকাশনা ও প্রচার এবং মিডিয়া সেলের সেক্রেটারি এস এম রাশেদুল আলম সবুজসহ জেলা ছাত্রশিবিরের নেতারা।
বিপুল সংখ্যক জামায়াত-শিবিরের নেতাকর্মী, সমর্থকসহ লোকজন এ সভায় যোগ দেন। পরে জামায়াত ইসলামের পক্ষ থেকে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পাচবিবির নিহত ছাত্র নাজমুল সরকার ওরফে বিশালের পরিবারকে এক লাখ টাকা প্রদান করা হয়।
মন্তব্য করুন