দুটি হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আক্কেলপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম মাহফুজ চৌধরী ওরফে অবসর চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ অক্টোবর) দিবাগত রাতে জয়পুরহাট শহরের পূর্ব সরদার পাড়ার আল হেরা একাডেমি সড়ক এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার ওসি সাহেদ আল মামুন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাটে গুলিতে নিহত হন কলেজছাত্র নজিবুল সরকার ওরফে বিশাল। এ ঘটনায় নিহত বিশালের বাবা মজিবুল সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১২৮ জনের মামলা করেন। এ মামলায় গোলাম মাহফুজ চৌধুরী আসামি রয়েছেন। ৫ আগস্ট নিহত হন জয়পুরহাট শহরের নতুনহাট এলাকার শেখ পাড়া মহল্লার অটোচালক মেহেদী হাসান। নিহত মেহেদীর স্ত্রী জেসমিন আক্তার বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্র শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক পরবাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদসহ ২১৭ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় গোলাম মাহফুজ চৌধুরী মামলার এজাহারের ৫১ নম্বর আসামি রয়েছেন।
ওসি সাহেদ আল মামুন বলেন, গোলাম মাহফুজ চৌধুরীর বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে আরও একাধিক মামলা রয়েছে। সোমবার (২৮ অক্টোবর) আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্য করুন