ফ্রি মেডিকেল ক্যাম্প, যুব সমাবেশ ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে দিনব্যাপী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (২৭ অক্টোবর) ভোর ৬টায় শহরের থানা রোডস্থ বিএনপি কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়।
সকাল ১০টায় দলীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। সেখানে প্রায় ২০০ জন রোগীকে অভিজ্ঞ চিকিৎসক দিয়ে ফ্রি স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করা হয়।
বিকেল ৩টায় শহরের মেইন বাসস্ট্যান্ডে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা যুবদলের আহ্বায়ক সুজা উদ্দিন পিয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।
সমাবেশে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, আমরা বিনা ভোটের সরকারকে তাড়িয়েছি। বেশি দিন বিনা ভোটের সরকারকে ক্ষমতায় দেখতে চাই না। দ্রুত নির্বাচন চাই। এ সময় যুবদলের নেতাকর্মীদের দেশের মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করার তাগিদ দেন তিনি।
সাইফুল ইসলাম ফিরোজ আরও বলেন, নিজ নিজ এলাকার সাধারণ মানুষ ও সংখ্যালঘু পরিবারের প্রতি খেয়াল রাখতে হবে। কোনো সংখ্যালঘুর প্রতি যেন অবিচার না হয় সেদিকে সুদৃষ্টি রাখতে হবে। এখনো ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র মোকাবিলা করতে মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে নিয়ে সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হবে।
সংখ্যালঘুদের বিষয়ে তিনি বলেন, বিএনপির নাম ভাঙিয়ে আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা সংখ্যালঘুদের বিভিন্ন রকম ভয়-ভীতি দেখাচ্ছে। তাদের ধরে পুলিশের কাছে সোপর্দ করুন। দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকেও ধরে পুলিশে দিয়ে দেন। চাঁদাবাজরা কোনো দলের হতে পারে না।
সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, জবেদ আলীসহ অন্যরা।
মন্তব্য করুন