নরসিংদী-৪ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের কবর রচনা করে গেছেন। দীর্ঘ ১৮ বছর বিএনপির নেতাকর্মীরা ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্যাতন নিপীড়নের মধ্যে ছিল।’
রোববার (২৭ অক্টোবর) বিকেলে মনোহরদী উপজেলা বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা শুধু আমাদেরই ক্ষতি করে গেছেন তা নয়, তিনি তার পিতা শেখ মুজিবুরের কবরও রচনা করে গেছেন। বাংলাদেশে ছাত্র-জনতার লাশ দেখার ব্যবস্থা করে গেছেন। বৈষম্যবিরোধী আন্দোলনে এক হাজারেরও বেশি ছাত্র-জনতা শহীদ হয়েছেন। সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ-যুবলীগের গুলিতে তারা নির্মমভাবে শহীদ হয়েছেন। এসব হত্যাকাণ্ডের দায়ভার শেখ হাসিনাকেই বহন করতে হবে। ছাত্র ও এদেশের গণতন্ত্রকামী মানুষকে দুর্বৃত্তদের মুখোমুখি করে হাজারো মায়ের বুক খালি করেছেন। আমাদের ও ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।
তিনি আরও বলেন, দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করতে একটি মহল পাঁয়তারা শুরু করেছে। বিএনপি কোনো ষড়যন্ত্রকে সফল হতে দেবে না। আমাদের একটাই দাবি, বর্তমান সরকার যেন দ্রুত নির্বাচন দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনে।
মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মনোহরদী কলেজের সাবেক ভিপি উপজেলা বিএনপির নির্বাহী সদস্য গোলাম মোস্তফা, মনোহরদী উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, মনোহরদী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাড. হান্নান, মনোহরদী উপজেলা শ্রমিক দলের সভাপতি বাবুল আকন্দ, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আকন্দ বকুল প্রমুখ।
মন্তব্য করুন