চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ০৭:১৮ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন, অগ্নিদগ্ধ ৬

জাহাজের আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড। ছবি : কালবেলা
জাহাজের আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড। ছবি : কালবেলা

চাঁদপুর শহরে কয়লা ঘাটে ডাকাতিয়া নদীতে ‘এমভি সাদিয়া অনিক’ নামে একটি তেলবাহী জাহাজের ইঞ্জিন কক্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে ওই নদীর পদ্মা ওয়েল কোম্পানির জেটির অদূরে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের চাঁদপুরের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ আলম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিকেল সোয়া ৪টার দিকে ওই নদীর পদ্মা ওয়েল কোম্পানির জেটির অদূরে ডাকাতিয়া নদীতে ‘এমভি সাদিয়া অনিক’ নামে একটি তেলবাহী জাহাজের ইঞ্জিন কক্ষে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড এক ঘণ্টার চেষ্টায় বিকেল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তাৎক্ষণিকভাবে ওই জাহাজে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

পদ্মা অয়েলের চাঁদপুর ডিপোর ম্যানেজার মো. লোকমান কালবেলাকে বলেন, তেলবাহী ওই জাহাজ চট্টগ্রাম থেকে এসেছিল অকটেন জ্বালানি তেল নিয়ে, যা চাঁদপুর ডাকাতিয়া নদীর পদ্মা তেলের ডিপো-সংলগ্ন এলাকায় নোঙর করে। জাহাজটিতে ২ লাখ ৬৩ হাজার লিটার পেট্রল ও ৫ লাখ ১৫ হাজার লিটার ডিজেল জ্বালানি তেল ছিল। এটি রাষ্ট্রীয় মালিকানাধীন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে খালাস করার সময় হঠাৎ জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণে অগ্নিকাণ্ড সংঘটিত হয়।

তিনি আরও বলেন, পদ্মা অয়েলের ওই জাহাজে মোট ৯ কর্মী ছিলেন। বিকেলে ইঞ্জিনের পাশে থাকা রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন জাহাজে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে জাহাজের পেছনের অংশ বিস্ফোরিত হয়। চাঁদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের স্থানীয় প্রশাসন ও পুলিশ সহায়তা করে।

এদিকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও ডা. আকলিমা জাহান কালবেলাকে বলেন, ঢাকায় মো. গোলাপ মিয়াকে (৫০) রেফার করা হয়েছে। তার শরীরের প্রায় ৫০ ভাগ আগুনে পুড়ে গেছে। তবে মো. রুবেল (৩৫), জিলানী (৩০), মাসুদ (৩০), গিয়াস উদ্দিন (২৯) ও মধু (৫৫) নামে আরও ৫ জন দগ্ধ হয়েছেন। তাদের শরীরের ৩০ ভাগ আগুনে পুড়লেও এ হাসপাতালে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

লেবানন থেকে পাঁচ দফায় দেশে ফিরলেন ২১৬ বাংলাদেশি

সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে শিক্ষা উপদেষ্টার বিবৃতি

এই ভূখণ্ডে ‘মুসলিম’ শব্দ মুছে দেওয়ার অন্যতম ভিকটিম জাবি : শিবির সেক্রেটারি

২,৪৭,৯০৬ টাকা বেতনে ঢাকার ব্রিটিশ হাইকমিশনে চাকরি

বিসিবির বোর্ড মিটিংয়ে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

শরীয়তপুরে মা ইলিশ রক্ষা অভিযানে হামলা, আহত ৮

জেনে নিন কাঁচামরিচ খাওয়ার আশ্চর্য সুফল

রাষ্ট্রপতিকে অপসারণে সায় নেই আমেরিকা-সেনাসদরের

১০

এবার খালেদা জিয়ার বিরুদ্ধে আরও ১০ মামলা বাতিল

১১

তাইজুলের ৫ উইকেটের পরও চট্টগ্রামে প্রোটিয়া দাপট

১২

খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল

১৩

জামালপুরে অস্ত্র মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

১৪

সায়েন্স ল্যাব মোড় অবরোধ ৭ কলেজ শিক্ষার্থীদের

১৫

জয়পুরহাটের সবজির বাজারে ফিরেছে স্বস্তি

১৬

শতাধিক মামলায় গ্রেপ্তার ৩৪ / সাবেক চার মন্ত্রীসহ ৮ জন রিমান্ডে 

১৭

‘বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে জাতিসংঘ মানবাধিকার দপ্তর সম্পূর্ণ সমর্থন দেবে’

১৮

‘লেবাননের যোদ্ধাদের নতুন প্রধান বেশি দিন টিকবেন না’

১৯

প্রাক্তনের খোঁজ নেওয়ার দিন আজ

২০
X