সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদল নেতা সুমন হত্যা মামলায় এনামুল করিম লিমন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনামুল করিম বিএনপি নেতা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. হামিদুল ইসলাম দুলালের ছেলে।
শনিবার (২৬ অক্টোবর) রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার সমাজকল্যাণ মোড় এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লিমন জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন।
সদর থানার এসআই মনিরুল ইসলাম বলেন, এনামুল করিম লিমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদল নেতা সুমন হত্যা মামলার এজাহারনামীয় আসামি। তাকে শনিবার রাতে গ্রেপ্তার করে রোববার (২৭ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, গ্রেপ্তার এনামুল করিম লিমন এক সময় ছাত্রদলের নেতা ছিলেন। পরে তিনি ছাত্রলীগে যোগ দেন এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের পদে দায়িত্ব পালন করেন। তার বাবা অ্যাড. হামিদুল ইসলাম দুলাল সিরাজগঞ্জের চৌহালী উপজেলা যুবদলের সাবেক সভাপতি। বর্তমানে তিনি জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
এসব বিষয়ে জানতে চাইলে অ্যাড. হামিদুল ইসলাম দুলালের সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল ফোনে কল করা হলে তার কোনো সাড়া পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম বলেন, গ্রেপ্তার এনামুল করিম লিমন অ্যাড. হামিদুল ইসলাম দুলালের ছেলে। তবে সে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিল। ছাত্রদল নেতা সুমন হত্যা মামলায় সে এজাহারনামীয় আসামি।
মন্তব্য করুন