রাজবাড়ীর পাংশা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার পাংশা প্রতিনিধি এম এ জিন্নাহকে আহ্বায়ক ও একুশে নিউজের প্রতিনিধি জাকির হোসেন সরদারকে সদস্য সচিব করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়।
শনিবার (২৬ অক্টোবর) পাংশা বাজারে বিশ্বাস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক সভায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি শামীম হোসেন, দৈনিক পদ্মা গড়াই পত্রিকার বার্তা সম্পাদক কাজী সেলিম মাবুদ, দৈনিক যায়যায়দিন পত্রিকার পাংশা প্রতিনিধি মাসুদ রেজা শিশির, দৈনিক তরুণ কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার উজ্জল হোসেন ও দৈনিক আজকালের খবর পত্রিকার পাংশা প্রতিনিধি এ এইচ এম শামীম রহমান।
পাংশা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. শামীম হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক মাসুদ রেজা শিশিরের সঞ্চালনায় সভার প্রথম অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন, পাংশা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ জিন্নাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আলম।
সভারয় উপস্থিত সকলের সিদ্ধান্ত অনুযায়ী পাংশা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আগামী তিন মাসের মধ্যে আহ্বায়ক কমিটি একটি পূর্ণাঙ্গ কমিটি করবে এবং পাংশা প্রেস ক্লাবের গঠণতন্ত্র প্রকাশ করে সংগঠনকে আরো গতিশীল করবে।
মন্তব্য করুন