মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে ৭৫ কেজি ইলিশ জব্দসহ ১৪ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পৃথক আরেকটি অভিযানে ১০ লাখ মিটার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে ১৪ জেলের কারাদণ্ড দেওয়া হয়। সন্ধ্যা ৭টার দিকে ওই উপজেলার গাংদাইল এলাকার যমুনা তীরবর্তী পেয়ারা বাগানে অভিযান চালিয়ে ১০ লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারি জব্দের পর পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, শিবালয় উপজেলার তরিকুল ইসলাম (২৯), রাসেল (৩০), মো. খায়রুল ইসলাম (৩২), মো. তোফাজ্জল হোসেন (৩৮), মো. রাশেদ শেখ (২২), কাইয়ুম আলী (৩৬), ছায়েদ শেখ (২৬), ছায়েদুর (৩৮), কাশেম (৩৪), আব্দুর রাজ্জাক (৩৪), দৌলতপুর উপজেলার ইমন শেখ (২০), সোহান (১৮), পাবনার বেড়া উপজেলার বাসিন্দা মো. রুমিন আলী (২৪) ও মো. মোস্তফা কামাল (২৬)।
শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম ফয়েজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ শিকার করায় ১৪ জেলেকে ১০ দিনের কারাদণ্ড ও দুই ক্রেতাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় জব্দ করা ৭৫ কেজি ইলিশ কয়েকটি এতিমখানায় বিলি দেওয়া হয়েছে।
তিনি বলেন, সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জাফগঞ্জের গাংদাইল এলাকার নদী তীরবর্তী পেয়ারা বাগানে অভিযান চালিয়ে ১০ লাখ মিটার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ওই জাল পুড়িয়ে ফেলা হয়েছে। মা ইলিশ রক্ষায় এ অভিযান আগামী ৩ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
মন্তব্য করুন