রানা আকন্দ, নেত্রকোনা
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিল খননের নামে কোটি টাকার বালু ব্যবসা

নেত্রকোনার পূর্বধলায় বিল খননের পর জমিয়ে রাখা বালু। ছবি : কালবেলা
নেত্রকোনার পূর্বধলায় বিল খননের পর জমিয়ে রাখা বালু। ছবি : কালবেলা

নেত্রকোনার পূর্বধলায় বিল খননের নামে কোটি কোটি টাকার বালু ব্যবসার অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা ও ঠিকাদারের বিরুদ্ধে। বিলের আশপাশে কোনো কৃষি জমি না থাকলেও শুধু বালু ব্যবসার জন্য সরকারি অর্থ ব্যয়ে এমন জনস্বার্থবিরোধী প্রকল্প হাতে নিয়েছে পাউবো। এমনটাই অভিযোগ গ্রামবাসীর।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১০ মাসে ৮-৯ লাখ ঘনমিটার বালু তুলে বিক্রি করলেও পাউবোর খাতায় সে হিসেব ১৮ হাজার ঘনমিটার। কোটি কোটি টাকার বালু ব্যবসায়ে ঠিকাদারের অংশীদার পাউবো কর্মকর্তারা। ফলে বালুর হিসেব এগোচ্ছে না বলে জানান স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, এক ডজন বাংলা ড্রেজার বসিয়ে গত ৮-৯ মাস ধরে পূর্বধলা উপজেলার পাটলী এলাকায় ‘মরা গাং বিল’ নামে ওই বিল খনন করা হচ্ছে। এতে বিলের পাড়ে বসবাসরত ৪০-৫০টি বাড়ির একাংশ ভেঙে বিলীন হয়েছে। নলকূপ, টয়লেটসহ বাড়ির আঙিনা ধসে পড়েছে বিলে। টয়লেট, নলকূপ বিলীন হয়েছে বিলের গর্ভে। ইতোমধ্যে দুই-আড়াইশ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কয়েকশ বাড়িঘর ভাঙন ঝুঁকিতে রয়েছে। এদিকে সারাদিন ধরে চলতে থাকা এক ডজন ড্রেজারের বিকট শব্দে গ্রামের কয়েকশ পরিবারের হাজারো মানুষের জীবন অতিষ্ঠ। শব্দের কারণে শিক্ষার্থীদের পড়াশোনাও নষ্ট হচ্ছে। বারবার অভিযোগ দিলেও পাউবো-ঠিকাদার কেউই শুনছেন না তাদের কথা।

পাউবো সূত্রে জানা গেছে, কৃষি কাজে সেচ সুবিধার স্বার্থে জেলার পূর্বধলা উপজেলার ধলামুলগাঁও ইউনিয়নের পাটলী গ্রামের সামনে থাকা ‘মরা গাং বিল’ নামে বিলটি খননের উদ্যোগ নেয় পাউবো। ৪৫০ মিটার দৈর্ঘ্য, ৯০ মিটার প্রস্থ ও ৩ মিটার গভীরতায় খনন করার কথা। এ কাজের বরাদ্দ ১ কোটি ৯৬ লাখ টাকা। টেন্ডার প্রক্রিয়ায় কাজটি পায় চট্টগ্রামের ইউনি অ্যান্ড ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠান। তবে কাজটি ওই প্রতিষ্ঠানের কাছ থেকে কিনে নেয় নেত্রকোনা শহরের শাহীনুর ইসলাম নামে এক আওয়ামী লীগের নেতা।

চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে কাজটি শুরু হয়, ১৫ জুন শেষ হওয়ার কথা। তবে যথা সময়ে শেষ না হওয়ায় ৬ মাস সময় বৃদ্ধি করা হয়। সে হিসেবে চলতি বছরের ১৫ ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা। কিন্তু বালু ব্যবসার লোভে কাজের অগ্রগতি কম দেখাচ্ছে পাউবো। তাদের হিসেবে এ পর্যন্ত পাঁচ ভাগের এক ভাগও কাজ শেষ হয়নি। এ প্রকল্প থেকে ৩৪ লাখ ঘনফুট বালু উত্তোলন হবে বলে ধারণা করে পাউবো। সেই হিসেবে প্রতি ঘনফুট ৫০ পয়সা ধরে ১৭ লাখ টাকায় সেই বালু ঠিকাদারের কাছে বিক্রি করে পাউবো। তবে লাভজনক বালু ব্যবসার কারণে দশগুণ বেশি বালু উত্তোলন করে বিক্রি করার পরও পাউবোর খাতায় বালুর হিসেব মাত্র ১৮ হাজার ঘনমিটার। এভাবে চলতে থাকলে আগামী ৫ বছরেও বিল খনন শেষ হবে না।

সরেজমিন গিয়ে দেখা যায়, মরা গাং বিলটি পাটলী গ্রামের নেত্রকোনা-পূর্বধলা সড়ক থেকে ৫০০ গজ ভেতরে। ওই বিল থেকে তোলা বালু সড়কের পাশে পাঁচটি বড় বড় ডাইকে (বালু জমানোর বিশাল গর্ত) বিশাল স্তূপে জমিয়ে রাখা হয়েছে। ডাইক থেকে ৪-৫টি ভ্যাকু দিয়ে একের পর এক ট্রাকে লোড করা হচ্ছে বালু। প্রতি ট্রাক ৪-৫ হাজার টাকা দরে এসব বালু বিক্রি হচ্ছে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সাইটে। প্রতিদিন এখান থেকে কয়েক লাখ টাকার বালু বিক্রি হয় বলে নিশ্চিত করেন স্থানীয়রা। খনন কাজের পাশে ঠিকাদারকে পাওয়া যায়নি। তবে একাধিক লেবারকে পাওয়া গেলেও তারা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

গত ১০ মাসে ১৮ হাজার ঘনমিটার বালু উত্তোলনের কথা পাউবো জানালেও এ পর্যন্ত ৮-৯ লাখ ঘনমিটার সমপরিমাণ বালু বিক্রি করেছে ঠিকাদার। বর্তমানে ডাইকে জমানো বালুর পরিমাণ ১৮ হাজার ঘনমিটারের বেশি হবে বলে ধারণা করেন স্থানীয়রা। তবে পাউবোর হিসেবের খাতায় সেই হিসেব ১৮ হাজার ঘনমিটারেই আটকে আছে।

পাটলী গ্রামের বিল পাড়ের বাসিন্দা আলকাছ মিয়া বলেন, বিলের চারপাশে এক কিলোমিটারের মধ্যে কোন কৃষি জমি নেই। তাহলে কার স্বার্থে এ বিলটি খনন করছে সরকার? বাড়িঘর তো ইতোমধ্যে অনেকগুলো বিলের গর্ভে চলে যাওয়ার উপক্রম হয়েছে। এক ডজন সেলু মেশিনের শব্দে আমরা শ্রবণশক্তি হারাতে বসেছি। পোলাপানের পড়াশোনা শেষ। শব্দে তারা পড়তে পারে না। কতবার অভিযোগ দিয়েছি কেউ শোনেনি আমাদের কথা।

একই গ্রামের মিনা আক্তার বলেন, আমাদের নলকূপ, টয়লেট ইতোমধ্যে ভেঙে পড়ে গেছে বিলে। বাড়ির একাংশ ভেঙে পড়েছে। আর কয়দিন এভাবে চললে বসতভিটাও ভেঙে পড়বে। মেশিনের শব্দে ৮-৯ মাস ধরে যন্ত্রণার মধ্যে আছি। ঠিকাদারকে মেশিন বন্ধ করতে বললে নানাভাবে হুমকি দেয়। তিনি বলেন, সরকারি অনুমতি আছে, কথা বললে মামলা করবে। কত জায়গায় অভিযোগ দিয়েছি কোনো কাজ হয় না।

এ বিষয়ে শনিবার (২৬ অক্টোবর) পূর্বধলার দায়িত্বে থাকা পাউবোর উপ-সহকারী প্রকৌশলী আরিফুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি কালবেলাকে বলেন, খননের মাধ্যমে ১ লাখ ১০ হাজার ঘনমিটার (৩৪ লাখ ৮৫ হাজার ঘনফুট) বালু উত্তোলনের কথা। এ পর্যন্ত ১৮ হাজার ঘনমিটার বালু উত্তোলন হয়েছে। খননের কাজ অব্যাহত রয়েছে। তবে বাড়িঘর ভাঙার বিষয়টি তিনি অস্বীকার করেন।

এ বিষয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী (পাউবো) প্রকৌশলী মো. সারোয়ার জাহান কালবেলাকে বলেন, খননের মাটি যথাযথ প্রক্রিয়ায় নিলামে ঠিকাদারের কাছে বিক্রি করা হয়েছে। কিছুদিন আগে আমরা সার্ভে করেছিলাম তখন বাড়িঘর ভাঙার কোনো তথ্য পাইনি। অভিযোগের প্রেক্ষিতে পুনরায় সার্ভে করে দেখা হবে। বাড়িঘর ভাঙলে তার ক্ষয়ক্ষতি ঠিকাদারকে বহন করতে হবে। তবে বালু ব্যবসার বিষয়টি তিনি অস্বীকার করেন। আশপাশে কৃষি জমি না থাকলেও কার স্বার্থে এই বিল খনন? এমন প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি। তার দাবি- খনন হলে বিলে পানি থাকবে, সেখান থেকে কৃষকরা উপকৃত হবেন।

বিষয়টি অবহিত করলে জেলা প্রশাসক বনানী বিশ্বাস কালবেলাকে বলেন, জনভোগান্তি সৃষ্টি হয় এমন কাজ কখনোই করা যাবে না। বাড়িঘর বিলীন ও শব্দদূষণে মানুষের ভোগান্তিসহ সব অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের সত্যতা পেলে খনন কাজ বন্ধ করে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনা লাভের দোকানে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্যে খুশি ভোক্তারা

আন্দোলনরত শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার অনুরোধ শিক্ষা উপদেষ্টার

রমজানের জন্য চিনি-ছোলা-তেল আমদানির অনুমতি

লক্ষ্মীপুরে জরায়ুমুখ ক্যানসারের টিকা নিয়ে অসুস্থ অর্ধশতাধিক শিক্ষার্থী

বান্দরবানে ভ্রমণের দুয়ার খুলছে

সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ ৪ দিনের রিমান্ডে

ছোটবেলায় ঘাড় ধাক্কা দেওয়া হোটেলটিই কিনে প্রতিশোধ ব্যবসায়ীর

যে কারণে বিব্রত প্রভা

মৃত্যুর সংবাদ মসজিদের মাইকে ঘোষণা করতে না দেওয়ায় মামলা 

এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে মিজানুর রহমান আজহারীর স্ট্যাটাস

১০

ছাত্রদল নেতা হত্যার ঘটনায় সাকিবের বাবাকে গ্রেপ্তারের দাবি নাছিরের

১১

১০ মাসেও রেজাল্ট হয়নি রাবির সাংবাদিকতা বিভাগের, কক্ষে তালা

১২

ঘুষ না পেয়ে ঋণ দেননি উজ্জল

১৩

নতুন পরিচয়ে ফারিয়া 

১৪

বাংলাদেশকে রান পাহাড়ে চাপা দিয়ে প্রোটিয়াদের ইনিংস ঘোষণা

১৫

দুদিন পর রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল শুরু

১৬

২৫ বছর পর জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের নির্বাচন হচ্ছে

১৭

৮ জেলায় নতুন ডিসি

১৮

ড্রোন হামলার ভয়ে ছেলের বিয়ে পেছানোর পাঁয়তারা নেতানিয়াহুর

১৯

টঙ্গীতে ডিমের আড়তে অভিযান, ৬১ হাজার টাকা জরিমানা

২০
X