ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ০৯:৫০ এএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ১০:৪০ এএম
অনলাইন সংস্করণ

বিএনপির মাইকিং করা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আটক ২

ঠাকুরগাঁও থানা। ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁও থানা। ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে বিএনপির মাইকিং করাকে কেন্দ্র করে রেদো সাহা এবং আলম শাহা গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৯টায় গড়েয়া ইউনিয়নের গড়েয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে শুক্রবার (২৫ অক্টোবর) ঠাকুরগাঁও সদর থানায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও অন্তত ৩৫ জনকে আসামি করে একটি মামলা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. নুর আলম সাহার ছেলে মো. সোহেল এবং তমিজ উদ উদ্দিনের ছেলে বুলবুল।

এতে রেদো সাহা গ্রুপের লেলিনের ছেলে উৎপল গুরুতর আহত হয়ে রংপুর চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অন্যরা ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারেক রহমান নামে একটি ক্লাব রয়েছে গড়েয়া ইউনিয়নের গড়েয়া বাজারে। বৃহস্পতিবার সন্ধ্যায় তারেক রহমান নামে ক্লাবটির পক্ষ থেকে একটি মাইকিং বের করা হয় যার নেতৃত্ব দেন আখতারুল। তিনি গড়েয়া ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম গ্রুপের সদস্য। আখতারুল নিজেকে তারেক রহমান ক্লাবের সভাপতি দাবি করেন।

আরও জানা যায়, গড়েয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেদো সাহা জানতে পেরে তার লোকজন পাঠিয়ে সেই মাইকিংয়ের মেমোরি কার্ড নিয়ে যান। কিছুক্ষণ পর আবারও আক্তারুলের লোকজন মাইকিং বের করে। পরে রেদো সাহার লোকজন আবার গেলে তাদের মধ্যে প্রথমে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। এতে আখতারুল গ্রুপের শ্রাবণ, রেদো সাহা গ্রুপের উৎপলের বুকে খুর মারেন। এতে উৎপল গুরুতর আহত হলে তাকে প্রথমে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ছাড়া আহত হন রেদো শাহা গ্রুপের, হাসান, নুর মোহাম্মদ,বাপ্পি, মিলটন আহত হন। অন্যদিকে আলম শাহ গ্রুপের, রাশেদ অন্তর।

গড়েয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম সাহাকে ফোন করা হলে তিনি বলেন, এমন ঘটনা ঘটেছে তবে এ বিষয়ে আপনার সঙ্গে এখনই আমি কিছু বলতে চাচ্ছি না। শনিবার আপনার সঙ্গে দেখা করে বলব।

গড়েয়া ইউনিয়নের বিএনপি সভাপতি রেদো সাহা বলেন, আমি এখন ব্যস্ত আছি। এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে গড়েয়া ইউনিয়নে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে উৎপলের মা বাদী হয়ে শুক্রবার সদর থানায় একটি মামলা করেন। তার পরিপ্রেক্ষিতে আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুরির অপবাদে মারধর, ক্ষত স্থানে ছিটানো হয় লবণ-মরিচের গুঁড়া

গণতান্ত্রিক বাম ঐক্যের নতুন সমন্বয়ক ডা. সামছুল আলম

বিএনপি সকলকে নিয়ে ‘রেইনবো নেশন’ গড়বে : প্রিন্স

বাংলাদেশের ‘তীব্র নিন্দা’ জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট

এসআইবিএল থেকে চাকরিচ্যুত পটিয়ার ৫৭৯ কর্মকর্তা

সাবেক গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেপ্তার

জাপা চেয়ারম্যানের উপদেষ্টা সাজ্জাদ রশিদের পদত্যাগ

সংশোধন হচ্ছে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন ১৯৮৯’

পরাজিত শক্তি আর ফিরতে পারবে না : নিতাই রায়

উপজেলা যুবলীগের সাবেক নেতা হিরু গ্রেপ্তার

১০

নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

১১

‘আবু সাঈদের ফরেনসিক প্রতিবেদন জোর করে ৬ বার পরিবর্তন করা হয়’

১২

আগামী জুনের মধ্যে নির্বাচন দাবি বাংলাদেশ এলডিপির

১৩

পানিতে ডুবে যমজ ভাইয়ের মৃত্যু

১৪

যুব মহিলা লীগ নেত্রী লাকীর লাশ উদ্ধার

১৫

ইঁদুরের ওষুধ সেবন / রোহিঙ্গা শিবিরে এনজিও কর্মীর মৃত্যু

১৬

‘সবাই মিলে বৈষম্যহীন ও পরিবেশবান্ধব সমাজ গড়তে হবে’

১৭

সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি : মোনায়েম মুন্না

১৮

‘অন্যায় দুর্নীতি হবে যেখানে প্রতিরোধ হবে সেখানে’

১৯

দ্য পসিবিলিস্টস কাউন্সিলের সদস্য হলেন খুবির মুন্না

২০
X