সিলেটের গোলাপগঞ্জে ছুরিকাঘাতে মো. রিমন আহমদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিমন আহমদ রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামের ইসরাব আলীর ছেলে। তিনি পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক বলে জানা যায়।
পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেল বিক্রির ১২ হাজার টাকা নিয়ে বদরুল ও সাদিক আহমদের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি সাদিক মোটরসাইকেলটি আটকে রাখেন। শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে সাদেকের সঙ্গে বদরুল ও রিমনের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মারমুখি অবস্থার সৃষ্টি হলে সাদেকের চিৎকারে তার বাবা মজির উদ্দিন (৫০), ভাই আরিফ (২০), বোন তাহমিনা (১৮), বোন হালিমা (২০) তারা ঘর হতে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সাদেকসহ সবাই মিলে রিমনের ওপর এলোপাতাড়ি মারধর শুরু করে। এক পর্যায়ে রিমনকে চাকু দ্বারা পেটের বাম পাশে, ঘাড়ে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন রিমনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পিতা ইছরাব আলীও গুরুতর আহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকা সকল আসামিদের খুব দ্রুত গ্রেপ্তার করা হবে।
মন্তব্য করুন