সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে সরকার নিষিদ্ধ করায় কুমিল্লায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বাদ জুমা কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার নিউ মার্কেটে এই আনন্দ মিছিল ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মিছিল শেষে মুক্তিযোদ্ধা চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়।
মিছিলে তারা ‘এ মুহূর্তে খবর এলো ছাত্রলীগ নিষিদ্ধ হলো’, ‘ছাত্রলীগ জঙ্গি, খুনি হাসিনার সঙ্গী’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ছাত্রলীগ গর্তে, খুনি হাসিনা ভারতে’ ও ‘আপস না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম’ স্লোগান দেন।
সংক্ষিপ্ত সমাবেশে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে শিক্ষার্থীরা বলেন, আজকে বাংলাদেশ ও জাতি কলঙ্কমুক্ত হয়েছে। আমরা আজীবন এই সরকারের কাছে কৃতজ্ঞ থাকব।
অন্য ছাত্র সংগঠনগুলোর উদ্দেশে বক্তারা বলেন, আপনারা এ থেকে শিক্ষা নিন, যারাই দেশে সন্ত্রাসী কার্যক্রম করবে ছাত্র-জনতা তাদের প্রতিহত করবে, বাংলাদেশে কোনো সন্ত্রাসী সংগঠনের ঠাঁই হবে না।
শিক্ষার্থীরা আরও বলেন, বাংলাদেশে আর কোনো মুজিববাদের ঠিকানা হবে না। মুজিববাদ দীর্ঘদিন ধরে আমাদের কাছে সত্য ইতিহাস গোপন করে রেখেছিল। কিন্তু এখন তারা আর সেটা পারবে না। ২০২৪-এর বিপ্লব সবাইকে দেখিয়েছে- কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদের পরাজিত করেছি। এখন দেশের সব সাধারণ মানুষ লুকায়িত সত্য ইতিহাস সম্পর্কে জানতে পারবে।
সমাবেশে তারা দ্রুত সময়ের মধ্যে জুলাই বিপ্লবের গণহত্যাসহ ফ্যাসিবাদের ১৬ বছরের সব অপকর্মের সুবিচার নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, ছাত্র আন্দোলনে দেবিদ্বারের শহীদ ১২টি পরিবারের মাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ২৪ লাখ টাকা সহযোগিতা করেছেন। যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেছেন। সমাবেশে বক্তব্য দেন সম্মেলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক রাকিবুল ইসলাম হৃদয়, নাজমুল হাসান নাহিদ, মোহতাদির যারিফ সিক্ত, সরকার সাকিব, কাজী নাছির, আহমেদ নাফিজ, মো. মামুন প্রমুখ।
মন্তব্য করুন