কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার অভিযোগে সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আশরাফুল আলমকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। আটকের পর তাকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর ১২টায় পৌরশহরের কমলপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ভৈরব র্যাব ক্যাম্প স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার আশরাফুল আলম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি জগন্নাথপুর এলাকার দুলাল মিয়ার ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আশরাফুল আলমকে আসামি করে জগন্নাথপুর এলাকার বাসিন্দা ও আন্দোলনে আহত মামুন মিয়া বাদী হয়ে মামলা করেন। এজাহার নামীয় ও ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন