সন্ত্রাসী কাজে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করায় ময়মনসিংহের গৌরীপুরে আনন্দ মিছিল হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলা এবং পৌর শাখা যুবদল, ছাত্রদলের ব্যানারে গৌরীপুর পৌর শহরের কালীখোলা এলাকা থেকে আনন্দ মিছিল বের হয়।
মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে বক্তরা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগ সারাদেশের মানুষের ওপর জুলুম, অত্যাচার, টেন্ডারবাজি, দখলবাজি, হত্যাকাণ্ডসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। তাদের ভয়ে সর্বস্তরের মানুষ আতঙ্কিত ছিল। সকল শিক্ষাপ্রতিষ্ঠান ছিল ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর নিয়ন্ত্রণে। অন্তর্বর্তী সরকার এই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করায় সবার মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এজন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।
সমাবেশে বক্তব্য দেন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মো. তাজিজুল ইসলাম রাঙা, যুবদল নেতা মোস্তফা কামাল, জসীম উদ্দিন, হাবিবুল ইসলাম, বুরহান উদ্দিন, রুবেল মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য তাওহিদুল ইসলাম সরকার, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম রক্তিম, ছাত্রদল নেতা খায়রুল ইসলাম, মশিউর রহমান রবিন, মো. নয়ন মিয়া, ইমরান হোসাইন, রামগোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন প্রমুখ।
মন্তব্য করুন