বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সহযোগী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করায় সিরাজগঞ্জের চৌহালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপজেলা ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। এর আগে গতকাল বুধবার রাতে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার।
মিছিল শেষে বক্তারা বলেন, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করায় আমরা সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই। হাসিনার পতিত সরকার ছাত্রলীগকে ব্যবহার করে গত ১৬ বছরে দেশের হাজার হাজার নিরীহ, নিরপরাধ মানুষকে গুম, খুন ও পঙ্গু করেছে। তাই তাদের শুধু নিষিদ্ধ করেই থেমে থাকা চলবে না অতীতে তাদের সব অপকর্মের সুষ্ঠু বিচার করতে হবে। সেই সঙ্গে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে যেসব ছাত্রলীগের সন্ত্রাসী বসে আছে তাদের চাকরিচ্যুত করতে হবে। তবেই বাংলাদেশ নিরাপদ এবং সব নাগরিকের বাসযোগ্য হিসেবে গড়ে উঠবে।
এ সময় উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা বিএনপির সভাপতি মো. জাহিদ মোল্লা, যুগ্ম সম্পাদক শামীম মোল্লা, আলমগীর টাইগার, ইসমাইল হোসেন জবিউল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের মোল্লা, জেলা ছাত্রদলের সহসভাপতি মো. জাহিদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সাব্বির মোল্লাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য করুন