বরগুনায় ঘূর্ণিঝড় দানার প্রভাবে দমকা হাওয়ায় গাছ ভেঙে মাথায় পড়ে আশ্রাফ আলী (৬১) নামে এক ব্যক্তির মারা গেছেন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে বরগুনার বেতাগীতে এ ঘটনা ঘটে।
আশ্রাফ আলী উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কিসমত করুণা এলাকার বাসিন্দা। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
স্থানীয়রা জানান, উপজেলার ছোট মোকামিয়া নামক এলাকায় কাজে যাচ্ছিলেন আশ্রাফ আলী। পথে তিনি দমকা হাওয়ার কবলে পড়েন। এ সময় একটি গাছ ভেঙে তার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বেতাগী থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, ঘূর্ণিঝড় দানার প্রভাবে সৃষ্ট দমকা হাওয়ায় গাছচাপায় একজনের মৃত্যু হয়েছে। তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন