ঘূর্ণিঝড় দানার প্রভাবে বাগেরহাটের ফকিরহাটে ভারি বৃষ্টি শুরু হয়েছে। পাশাপাশি বইছে ঝোড়ো হাওয়া। বৈরী এই আবহাওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষজন। ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার মোড়, ডাকবাংলো মোড়, ব্র্যাক মোড়, কাটাখালী মোড়সহ বিভিন্ন ব্যস্ততম স্থানগুলো ফাঁকা দেখা গেছে। স্কুল-কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম।
উপজেলার পেশাজীবী মানুষের মধ্যে দিনমজুর, ভ্যান রিকশাচালক ও নিম্ন আয়ের মানুষ এই বৈরী আবহাওয়ায় বিপাকে পড়েছেন। এ ছাড়া জরুরি কাজে বাইরে আসা মানুষদের যানবাহনের জন্য রাস্তায় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। উপজেলার সদর বাজারের অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
এ পরিস্থিতিতে ফকিরহাটের নিম্নাঞ্চলে বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। কেন্দুয়ার বিল, ফলতিতা, ডহর মৌভোগ এলাকার মাছের ঘের ডুবে যাওয়ার আশঙ্কায় মাছ চাষিদের মাটির বাঁধ ও জাল দিয়ে মাছ আটকানোর কাজে ব্যস্ত দেখা গেছে।
ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কোহিনুর জাহান জানান, ফকিরহাটে ঘূর্ণিঝড় দানা মোকাবেলায় জরুরি প্রস্তুতিমূলক সভা ডাকা হয়। ফকিরহাটে ১টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। মোবাইল টিম, মেডিকেল টিম ও ৯২টি অস্থায়ী সাইক্লোন শেল্টার প্রস্তুত রয়েছে। বিদ্যুৎ বিভাগ, ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স টিম প্রস্তুত রয়েছে।
মন্তব্য করুন