বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সরকারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে আহত হওয়া নেত্রকোনার আশরাফুল ইসলাম জাসামের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আশরাফুল জেলার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জালালপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে।
আশরাফুল ইসলাম জাসাম, বিগত আ.লীগ সরকারের সময়ে ছাত্র আন্দোলনসহ প্রতিটি আন্দোলনে অংশ নেই। আন্দোলনের সময় পুলিশের গুলিতে চোখে ও মাথায় গুলিবিদ্ধ হই। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চিকিৎসার দায়িত্ব নেন।
ছাত্রদল নেতা জাসামের বড় ভাই কেন্দুয়া উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম ডালিম জানান, জাসাম ঢাকার গুলশান থানা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার জন্য সে ঢাকায় মিছিল নিয়ে বের হলে পুলিশ তার চোখে ও মাথায় গুলি করে। পরে দেশনায়ক তারেক রহমান তার চিকিৎসার দায়িত্ব নেন। চিকিৎসার শেষে কিছুটা সুস্থ হয়ে জাসাম গ্রামের বাড়ি কেন্দুয়া এসে পৌঁছলে কেন্দুয়া ছাত্রদল নেতাকর্মীরা তাকে মিছিল সহকারে বরণ করেন।
ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম জাসাম বলেন, আমি ঢাকা গুলশান থানা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বে রয়েছি। আমার গুলিবিদ্ধ হওয়ার খবর দেশ নায়ক তারেক রহমান জানতে পেরে আমার চিকিৎসার দায়িত্ব নেন। আমি এখন মোটামুটি সুস্থ হয়েছি তাই গ্রামের বাড়ি কেন্দুয়া এসেছি। আমার নেতা দেশনায়ক তারেক রহমান দেশে এসে গণতান্ত্রিক নির্বাচশে অংশ নিয়ে রাষ্ট্র ক্ষমতা না যাওয়ার আগ পর্যন্ত আমরা ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে থাকব ইনশাল্লাহ।
মন্তব্য করুন