সিরাজগঞ্জে পাওনা টাকা চাওয়ায় আশরাফ হোসেন আশফাক নামে এক ব্যবসায়ীকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, পাওনা টাকা চাওয়ায় তাকে গলা টিপে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
বুধবার (২৩ অক্টোবর) রাতে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের নলিছা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী আশরাফ হোসেন আশফাক (৩৫) পৌর এলাকার নতুন ভাঙ্গাবাড়ি মহল্লার আব্দুর রহিমের ছেলে।
নিহতের পরিবারের দাবি, ব্যবসার পাওনা টাকা চাওয়ায় আশফাককে শ্বাসরোধ করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসকারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি মো. হুমায়ুন কবির কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহত আশফাকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার মৃত্যু কীভাবে হয়েছে সেটা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
মন্তব্য করুন