কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) বিকেলে কুষ্টিয়া শহরের হাউজিং কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়া শহরের হাউজিং কদমতলা এলাকার আব্দুস সালাম, তার স্ত্রী রুপা খাতুন এবং মেয়ে সাবা। এ সময় আহত হন আব্দুস সালামের ভাইয়ের ছেলে সিয়াম।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার বিকেলে বৃষ্টির সময় কুষ্টিয়া শহরের হাউজিং কদমতলা এলাকার বাসিন্দা আব্দুস সালামের স্ত্রী রূপা খাতুন লোহার পাইপ স্পর্শ করলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারান্দায় জমে থাকা পানিতে পড়েন যান। এ সময় স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন স্বামী আব্দুস সালামও। বাবা ও মাকে বাঁচাতে গিয়ে মেয়ে সাবাহ খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এমন পরিস্থিতিতে তাদের বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আব্দুস সালামের ভাইয়ের ছেলে সিয়াম।
কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সজিব উদ্দিন স্বাধীন জানান, বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত চারজনকে হাসপাতালে নেওয়া হয় বিকেলে। হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়েছে।
মন্তব্য করুন