কুষ্টিয়ার ভেড়ামারায় সোনালী ব্যাংকে লেনদেনের সময় ৮৯ হাজার জাল টাকাসহ আব্দুর রাজ্জাক দোয়েল (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার সময় তাকে আটক করা হয়।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ভেড়ামারা সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. শামসুল ইসলাম। আটক দোয়েল উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের বামুনপাড়ার বাসিন্দা মো. মনিরুল ইসলামের ছেলে।
ভেড়ামারা সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. শামসুল ইসলাম কালবেলাকে বলেন, আজ বুধবার সকাল ১১টায় আব্দুর রাজ্জাক দোয়েল তার বাবা মনিরুল ইসলামের অ্যাকাউন্টে ১ লাখ ৬৫ হাজার টাকা জমা দিতে যান। এর মধ্যে ৮৯ হাজার টাকা আমাদের ক্যাশ অফিসার জাল হিসেবে চিহ্নিত করে। প্রতিটি জাল টাকা ১ হাজার টাকার নোট ছিল। যেখানে একই নম্বরের একাধিক টাকা ছিল। পরে তাকে আমরা আটক করে পুলিশে খবর দিলে, তারা নিয়ে যায়।
ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম বলেন, আমরা সোনালী ব্যাংকে জাল টাকাসহ আব্দুর রাজ্জাক দোয়েল নামে একজনকে গ্রেপ্তার করেছি। পুলিশ বাদী হয়ে তার নামে মামলা করা হবে। আইন অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন