বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় কুল্লা ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান (৫৪) ও কুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হাফিজুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব। তারা দুজনেই ওই মামলার এজাহারভুক্ত আসামি।
বুধবার (২৩ অক্টোবর) সকালে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৪। এরআগে, মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে সাভারের ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৪ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন খবরের ভিত্তিতে সাভারের ব্যাংক কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে লুৎফর রহমান ও হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ সাদ হত্যা মামলার অন্যতম আসামি।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল ও কলেজ গেটের সামনে পুলিশের গুলিতে কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ (১৮) গুলিবিদ্ধ হয়। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ আগস্ট সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত সাদের নানা আজিম উদ্দিন বাদী হয়ে গত ২১ আগস্ট স্থানীয় সাবেক এমপি বেনজির আহমদসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮২ নেতাকর্মীর নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মন্তব্য করুন