সাভারের আশুলিয়ায় তৈরি পোশাক কারখানার শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধসহ ৫ জন শ্রমিক আহত হয়েছেন।
বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে আশুলিয়ার নরসিংহপুর-কাশিমপুর সড়কের বাংলাবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত শ্রমিকরা হলেন- হালিমা খাতুন, ববিতা আক্তার, মোর্শেদা খাতুন ও চম্পা খাতুন। বাকি একজনের নাম পরিচয় পাওয়া যায়নি।
আন্দোলনরত শ্রমিকরা জানায়, তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ও কারখানা খুলে দেওয়ার দাবিতে জেনারেশন নেক্সট পোশাক কারখানার শ্রমিকরা কারখানাটির সামনে একত্রিত হয়। পরে পার্শ্ববর্তী সিগমা অ্যাপারেলস, ডি-সান, সুসুকা, জি-ম্যাক্স ও শিনশিন পোশাক কারখানার শ্রমিকরাও তাদের সাথে যোগ দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বাঁধা দেয়। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলি ছুড়লে তিনজন গুলিবিদ্ধসহ ৫ শ্রমিক আহত হয়।
নারী ও শিশু হাসপাতালের সহকারী ব্যবস্থাপক এইচ এম আসাফ উদ্দৌলা রিজভী বলেন, মোট চারজনকে আমরা আহত অবস্থায় আমাদের হাসপাতালে পেয়েছি, এর মধ্যে তিনজন গুলিবিদ্ধ বলে আমরা নিশ্চিত হয়েছি।
এ বিষয়ে জানতে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলমের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
মন্তব্য করুন