ঢাকার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের পাশে মিডওয়ে আবাসিক হোটেল থেকে ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, সদস্য সচিব আলাল উদ্দিন আলালসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের গ্রেপ্তারকৃত ২৫ নেতাকর্মীকে রোববার (৬ আগস্ট) ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। শুনানি শেষে বিচারক কামরুল হাসান আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
ফেনীর আদালত এর কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ রশীদ জানান, শুনানি শেষে আদালতের আদেশে ২৫ আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আসামি পক্ষের আইনজীবী ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেছবাহ উদ্দিন ভূঁইয়া জানান, ফেনীতে সংর্ঘষের ঘটনায় দায়েরকৃত তিনটি মামলায় পুলিশ অন্যায়ভাবে ঢাকা থেকে গ্রেপ্তারকৃত বিএনপির নেতাদের আসামি করেছে। তিনি অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তির দাবি জানান।
আরও পড়ুন: ফেনী জেলা বিএনপির শতাধিক নেতাকর্মী ঢাকায় গ্রেপ্তার
কারাগারে প্রেরণকৃত আসামিরা হলেন- ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা যুবদলের সহসভাপতি শাহাদাত হোসেন সেলিম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ, ফেনী সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন মিয়াজী, ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, বালিগাঁও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাজী কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক নুর নবী, ফেনী পৌরসভার ১৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, বালিগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম, ফেনী সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী শাকিল, তুহিন, সোহাগ, সাইফুর রহমান রুবেল পাটোয়ারী, সোনাগাজী সদর ইউনিয়নের সমির খান, জাহিদুল ইসলাম হিরন, দাগনভূঞা উপজেলা ছাত্রদল নেতা রুবেল, আশরাফুল ইসলাম, জাতীয়তাবাদী হেল্প সেল এর প্রধান সমন্বয়ক সুমন আহসান প্রমুখ।
এর আগে গত বুধবার (২৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে পুলিশ তাদের ঢাকার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের পাশে মিডওয়ে আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করে।
মন্তব্য করুন