ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ১২:৪২ এএম
অনলাইন সংস্করণ

শুরু হলো আস-সুন্নাহ ফাউন্ডেশনের ৭১ কোটি টাকার পুনর্বাসন প্রকল্প

আস-সুন্নাহ ফাউন্ডেশনের ৭১ কোটি টাকার পুনর্বাসন প্রকল্প শুরু। ছবি : কালবেলা
আস-সুন্নাহ ফাউন্ডেশনের ৭১ কোটি টাকার পুনর্বাসন প্রকল্প শুরু। ছবি : কালবেলা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের ৭১ কোটি টাকার পুনর্বাসন প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

তিনি বলেন, রোববার বিকেলে ৭১ কোটি টাকার পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করা হয়। আমরা ত্রাণ বিতরণ পরবর্তী কিছুটা সময় নিয়েছি। এ সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের করা হাজার হাজার আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) ফেনীর মিজান ময়দানে বন্যার্তদের মাঝে অটোরিকশা বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, সারাদেশের দুর্গত এলাকায় ১ হাজার ৫০০ ঘর করে দেওয়া হবে। যেগুলোতে আনুমানিক ৪০ কোটি টাকা খরচ হতে পারে। গৃহায়ণ প্রকল্পের পাশাপাশি দুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তাসহ বিভিন্ন কার্যক্রম রয়েছে।

উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার কথা তুলে ধরে তিনি বলেন, আস-সুন্নাহ ফাউন্ডেশন সাধারণত তিনটি ধাপে আবেদন যাচাই-বাছাই করে চূড়ান্ত উপকারভোগী নির্বাচন করে। এতে প্রায় শতভাগ স্বেচ্ছাসেবীরা কাজ করে। ইতোমধ্যে উপকারভোগী নির্বাচনের কাজ শেষ হয়েছে। আমরা একদম প্রান্তিক পর্যায়ে গিয়ে গ্রামে গ্রামে খোঁজ নিয়ে উপকারভোগী নির্বাচন করি। এ জন্য কিছুটা সময় লাগে।

শায়খ আহমাদুল্লাহ বলেন, ফাউন্ডেশনের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের আওতায় ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে অগ্রাধিকার ভিত্তিতে ১০০ জনকে অটোরিকশা দেওয়া হচ্ছে। ফেনীতে ৪০টি অটোরিকশা বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের শুরু হয়েছে।

বন্যায় ফেনীতে কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ফেনীতে বন্যার্ত ২২ হাজার মানুষকে একটি করে ২৫ কেজির চালের বস্তা দেওয়া হয়েছে। কয়েক ধাপে শুকনো খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ের ত্রাণ কার্যক্রমে সবাইকে গণহারে দেওয়া হয়, যেজন্য সঠিক তথ্য-উপাত্ত রাখা সম্ভব হয়না। পরবর্তী সময়ের সকল উপকারভোগীর বিস্তারিত তথ্যই আমাদের কাছে সংরক্ষিত রয়েছে।

এ সময় ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গাজী মীর ইকবাল হোসেন, মাদরাসাতুল হিদায়ার প্রিন্সিপাল মাওলানা মুফতি মোহাম্মদ আলীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইক্রোসফটের হাতে ফিলিস্তিনিদের রক্ত : এক নারীর প্রতিবাদ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

প্রধান উপদেষ্টাকে এনবিআরের যে পরামর্শ

ধর্ষণচেষ্টা / সালিশে কান ধরে ওঠবস, অতঃপর…

খাদ্য নিরাপত্তা নিয়ে দেশে কোনো শঙ্কা নেই : খাদ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা

সাবেক রেলমন্ত্রীর বাড়িতে দুর্বৃত্তের হামলা

ইসরায়েলি সেনাদের বর্বরতা প্রকাশ্যে আনল নিউইয়র্ক টাইমস

মাদক থেকে ফেরায় দুজনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন যুবকরা

মার্কিন শুল্কারোপ নিয়ে ভয়ের কিছু নেই, বৈঠক শেষে খলিলুর রহমান

১০

প্রাণে বাঁচল ৪০ যাত্রী, প্রশংসায় ভাসছেন বাসচালক

১১

নতুন পৃথিবী গড়ে তুলতে হবে : প্রধান উপদেষ্টা

১২

আজীবন জনকল্যাণে নিয়োজিত থেকেছেন আবদুল্লাহ আল নোমান : এমরান সালেহ

১৩

ইসলামকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে : সেলিম উদ্দিন 

১৪

বাউফলে হৃদয়ের দাফন, ছিলেন না প্রশাসনের কেউ

১৫

রোববার সাত বিভাগে বৃষ্টির পূর্বাভাস

১৬

বাংলাদেশের মাটিতে যেন আর ফ্যাসিস্ট জন্মাতে না পারে : খোকন

১৭

রংপুরে দুগ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত

১৮

গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই : আমান

১৯

চট্টগ্রামে দেড় কোটি টাকার সোনা জব্দ, আটক ৫

২০
X