সিলেট ব্যুরো
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ০৮:১৪ এএম
অনলাইন সংস্করণ

‘নতুন পথচলায় সাংবাদিকরা অগ্রণী ভূমিকা রাখবেন’

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম। ছবি : কালবেলা
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম। ছবি : কালবেলা

ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের নতুন যে যাত্রা শুরু হয়েছে তাতে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা রাখবেন বলে মন্তব্য করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নগরীর পূর্ব জিন্দাবাজারের ক্লাব মিলনায়তনে হাসিনা বেগম চৌধুরীর সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেলের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহসভাপতি ও ক্রীড়া উপকমিটির আহ্বায়ক মনিরুজ্জামান মনির এবং ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মিঠু দাস জয়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক জৈন্তাবার্তার সহকারী সম্পাদক মাছুম ইফতেখার রসুল শিহাব।

প্রধান অতিথির বক্তব্যে এসএমপি কমিশনার বলেন, জনগণের সঙ্গে পুলিশ ও সাংবাদিকের সম্পর্কের জায়গাকে শক্তিশালী করে তুলতে পারলে ইতিবাচক সমাজ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন মামলায় সাংবাদিকসহ নিরীহ লোকদের অন্তর্ভুক্তি ও হয়রানি প্রসঙ্গে তিনি বলেন, মামলা হলেই কেউ অপরাধী হয়ে যায় না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকেই চিহ্নিত করা হবে। তিনি আশ্বাস প্রদান করেন, নিরীহ কাউকেই হয়রানি করা হবে না।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, যে কোনো পেশার মানুষের জন্যই খেলাধুলার চর্চা শারীরিক ও মানসিক প্রশান্তির উৎস হিসেবে কাজ করে। কর্মব্যস্ত জীবনে অবসর খুঁজে নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনকে তিনি ভালো উদ্যোগ হিসেবে প্রশংসা করেন।

অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, এসএমপির উপকমিশনার (ট্রাফিক ও প্রসিকিউশন) বি. এম আশরাফ উল্যাহ তাহের, উপকমিশনার (উত্তর) মো. শাহরিয়ার আলম, অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া ও সিটিএসবি) মো. সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (কোতয়ালি সার্কেল) মো. গোলাম মাস্তফা, সহকারী কমিশনার (স্টাফ অফিসার) জায়েদ হাসান, কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক।

অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব শহীদের রুহের মাগফিরাত কামনায় নীরবতা পালন ও ফাতেহা পাঠ করা হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্লাব সদস্য রেজাউল হক ডালিম, পবিত্র গীতা পাঠ করেন ক্লাব সদস্য জয়ন্ত কুমার দাশ। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

অনুষ্ঠান শেষে ক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, বিশিষ্ট সাংবাদিক মহিউদ্দিন আহমদ শীরু, হারিস মোহাম্মদ ও ইকবাল মনসুরসহ প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ক্লাব সদস্য আতিকুর রহমান নগরী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন- ক্লাবের সাবেক সভাপতি আল-আজাদ ও তাপস দাশ পুরকায়স্থ, ইউএনবি’র সিলেট প্রতিনিধি মো. মহসিন, দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, দৈনিক শ্যামল সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল মুকিত, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার ফায়সালা আহমদ বাবলু, দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের কাজ চলছে : ধর্ম উপদেষ্টা

উন্নতির দিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি : স্বরাষ্ট্র উপদেষ্টা 

ক্লাচ ছাড়াই বদলে যাবে মোটরসাইকেলের গিয়ার

মুন্সিগঞ্জে তিন মালয়েশিয়া প্রবাসীর দাফন সম্পন্ন

পালিয়ে যাওয়া ফিলিস্তিনের বাড়িতেই ছিলেন গাজা যোদ্ধাদের প্রধান

গ্যাটকো দুর্নীতি মামলার শুনানি ফের পেছাল

সাহস থাকলে দেশে আসুন, শেখ হাসিনাকে অ্যাটর্নি জেনারেল

আশাশুনিতে সিরাতুন্নবী (স.) মাহফিল অনুষ্ঠিত

প্রতিদিন একটা করে স্ট্যাটাস দিতে চান শান্ত, কেন...

‘দেশে ইসলামের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে’

১০

সিলেটে আ.লীগ নেতা গ্রেপ্তার

১১

বংশাল ও হাতিরঝিল থানায় নতুন ওসি

১২

ফিলিস্তিনি যোদ্ধাদের হাল ধরবেন কে?

১৩

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

১৪

রাতের তাপমাত্রা নিয়ে কী বলছে আবহাওয়া অফিস

১৫

জাতীয় দলের কোচ না হওয়ার কারণ জানালেন সালাউদ্দিন

১৬

রাজবাড়ীতে ৫০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

১৭

কুড়িগ্রামে ভটভটি উল্টে গরু ব্যবসায়ী নিহত

১৮

বউ নিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, দম্পতি গ্রেপ্তার

১৯

গাসিকের সাবেক দুই কাউন্সিলর গ্রেপ্তার

২০
X